সিলেট টেস্টে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সিলেট টেস্টে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে ইতিমধ্যে শেষ হয়েছে সাদা বলের দুই ফরম্যাটের লড়াই। যেখানে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে নাজমুল হোসেন শান্তর দল। এতে সফর সমানে সমান রেখে দুই দলের লড়াই এবার লাল বলের ক্রিকেটে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আজ শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। 

টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বাংলাদেশের টেস্ট দল অনেকটাই ভিন্ন। সেখানে সিলেট টেস্টে একাদশ কেমন হতে পারে এ নিয়ে আছে নানান জল্পনা কল্পনা। তবে বোলিং বিভাগটা অনেকটাই অনুমেয়। কেননা গতকালের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্বাগতিকদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, একাদশে থাকতে পারে দুই থেকে তিন পেসার। এতে অনায়াস দুই নাম শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। তবে পেস বিভাগে দেখা মিলতে পারে নতুন নাম নাহিদ রানারও।

এদিকে স্পিন সামলানোর দায়িত্বে থাকার সম্ভাবনা আছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের। মিডল অর্ডারের অন্যতম ব্যাটার মুশফিকের জায়গায় প্রথমবারের মতো টেস্টে ডাক পাওয়া তাওহীদ হৃদয়ই এগিয়ে থাকছেন একাদশের দৌড়ে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ। 

সম্পর্কিত খবর