টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৪ এএম | ২২ মার্চ, ২০২৪

টি-টোয়েন্টি আর ওয়ানডের পর এবার লড়াইটা টেস্টের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের কুলীন ফরম্যাটের এই সিরিজের প্রথম ম্যাচটা হচ্ছে সিলেটে। এই ম্যাচের শুরুতেই টস ভাগ্যটা হেসেছে বাংলাদেশের পক্ষে। 

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে বেছে নিয়েছেন সাহসী এক সিদ্ধান্ত। সবুজ উইকেটে শ্রীলঙ্কাকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। তাতে অবশ্য চতুর্থ ইনিংসে ব্যাট করার শঙ্কাটা চলেই আসে বাংলাদেশের সামনে!

টস জিতে এমন সিদ্ধান্ত অবশ্য অনুমিতই ছিল। আগের রাতে একপশলা বৃষ্টি হয়ে গেছে। যদিও টেস্টের টসটা হয়েছে ঠিক সময়েই। তবে উইকেটে আদ্রতা থাকার কথা আছে বেশ। সঙ্গে উইকেটের রঙটাও অবদান রাখতে পারে এমন সিদ্ধান্তে।

বাংলাদেশ এই টেস্টে নেমেছে তিন পেসার নিয়ে। শরিফুল ইসলাম আগের দিন বোলিং অনুশীলনে না থাকলেও আজ ম্যাচে আছেন। তার সঙ্গী আছেন অভিজ্ঞ খালেদ আহমেদ।

অভিষেক হতে যাচ্ছে পেসার নাহিদ রানার।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমার।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম

খেলার দুনিয়া | ফলো করুন :