খালেদের ৩, বাংলাদেশের ৪, সকালটা স্বাগতিকদের
টস জিতে যখন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাচ্ছেন, এমন শুরুই নিশ্চয়ই চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫০ রান না তুলতেই লঙ্কানদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এমন শুরু এসেছে পেসার খালেদ আহমেদের হাত ধরে। এক এক করে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতেই সকাল না যেতেই ম্যাচে ছড়ি ঘোরাতে শুরু করেছে স্বাগতিকরা।
‘আমরা আগে বোলিং নিয়েছি উইকেটে আদ্রতা রয়েছে সকালে। এখানে সুইং আর সিমও বেশ থাকবে আশা করছি’– কথাগুলো টস জেতার পরই বলেছিলেন অধিনায়ক শান্ত। এমন উইকেটে নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন খালেদ। স্লিপে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলিয়ে বিদায় করেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে।
তবে এরপরই যেন বাংলাদেশ বোলিংয়ের লাগামটা হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য। লাইন লেন্থের ওপর নিয়ন্ত্রণ ছিল না। যার ফলে কুশল মেন্ডিসের সঙ্গে দিমুথ করুনারত্নে থিতু হওয়ার সুযোগও পেয়ে গিয়েছিলেন।
দুজনকেই এরপর ফেরালেন খালেদ। প্রথমে কুশলকে দ্বিধায় ফেলে তার ফায়দা তুললেন। অফ স্টাম্পের একটু বাইরেই ছিল বলটা। তবে বাড়তি বাউন্সের কারণে করা তার ডেলিভারিটা খেলবেন, নাকি ছাড়বেন এই নিয়ে সেকেন্ডের ভগ্নাংশ দ্বিধায় ছিলেন কুশল মেন্ডিস। তাতেই সর্বনাশটা হয় তার। ক্যাচ তুলে দিয়ে ফেরেন উইকেটের পেছনে জাকির হাসানকে ক্যাচ দিয়ে।
সে উইকেটের তিন বল পরই আবারও হাসিমুখ খালেদের। এবার তার শিকার করুনারত্নে। খালেদের দারুণ এক ইনসুইঙ্গারে করুনারত্নের ব্যাট প্যাডের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে স্টাম্পের। ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই টেস্টে উইকেট পাননি তিনি। আজ সকালেই তুলে নিলেন তিনটি!
এরপরের উইকেটটা যে গেছে, সেটাতেও জড়িয়ে আছে তার নাম। খালেদের পরের ওভারে একটা সিঙ্গেল নিতে চেয়েছিলেন দীনেশ চন্ডিমাল। অ্যাঞ্জেলো ম্যাথিউস একটু দেরি করে ফেলেছিলেন সে কলটা ধরতে। সেই সেকেন্ডের ভগ্নাংশই বিপদে ফেলল তাকে, শান্তর সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙে ম্যাথিউস ক্রিজে পৌঁছানোর আগে। শ্রীলঙ্কা খুইয়ে বসে তাদের চতুর্থ উইকেট। সকালটা আরও একটু রঙিন হয়ে ওঠে বাংলাদেশের।