৫ উইকেট নিয়ে সকালের সেশন বাংলাদেশের
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই এমন কিছুই চেয়েছিলেন! পুরো সকালজুড়ে দাপট দেখালেন পেসাররা। খালেদ আহমেদ তিন আর শরিফুল ইসলাম তুলে নিলেন এক উইকেট। আর তাতেই প্রথম সেশনটা নিজেদের নামে লিখিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে তুলে নিয়েছে ৫ উইকেট, শ্রীলঙ্কা করতে পেরেছে স্রেফ ৯২ রান।
আগের রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সকাল থেকে সিলেটে ছিল রোদ আর মেঘের লুকোচুরি। সঙ্গে যোগ করুন সিলেটের সবুজ উইকেটকে। সবকিছুর মিশেলে পেস বোলিংয়ের জন্য স্বপ্নের মতো এক কন্ডিশনই প্রস্তুত ছিল আজ সকালে। অধিনায়ক শান্তও সে কন্ডিশনটা ব্যবহারের সিদ্ধান্ত নেন টস জিতে। পেসাররা এরপর তার সিদ্ধান্তের যথার্থতা দেখিয়েছেন পুরো সেশনে।
খালেদ আহমেদের হাত ধরে শুরু। আগের দুই টেস্টে উইকেট না পাওয়া খালেদ আজ উইকেট পেলেন নিজের প্রথম ওভারেই। ফেরালেন নিশান মাদুশকাকে। এরপর ওপেনার দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিসকেও সাজঘরের পথ দেখান তিনি। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আজ সাজঘরের পথ দেখান শান্ত। তার সরাসরি থ্রোতে রান আউট হন ম্যাথিউস।
সকাল থেকে শরিফুল ইসলাম বেশ ভালো বল করছিলেন। তিনি উইকেটের দেখা পান দিনের ১৭তম ওভারে এসে। ফেরান দীনেশ চন্ডিমালকে। পেসার নাহিদ রানার অভিষেক হয়েছে আজ। তিনিও বেশ ভালো বল করেছেন। যদিও উইকেটের দেখা পাননি তিনি।