বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় ভারত। 

সে কারণে আসছে মাসেই বাংলাদেশে আসার সম্ভাবনা আছে দলটির। সিলেটে আজ শুক্রবার গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন বিসিবির নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। 

গেল বছর জুন-জুলাইয়ে বাংলাদেশে এসেছিল ভারত। তখন খেলেছিল তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজ। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ, এরপর ওয়ানডে সিরিজে ১-১ ড্র করে।

তবে এবারের সিরিজে ভারত শুরু টি-টোয়েন্টিই খেলবে। এই সিরিজটা অনুষ্ঠিত হতে পারে আগামী মাসেই! এখানেই শেষ নয়, সিরিজের সব ম্যাচ সিলেটেই হওয়ার সম্ভাবনা জোরালো।

সিলেটে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালে তিনি সাংবাদিকদের বলেন, 'বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে।'

সম্পর্কিত খবর