চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজের অভিষেক
চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচের টসের মধ্য দিয়ে ১৭ তম আইপিএলের পর্দা উঠেছে। ম্যাচটিতে বাংলাদেশি সমর্থকদের বিশেষ নজর আরও একটি কারণে। কেননা, এবারের আইপিএলে যে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। প্রথম ম্যাচের একাদশেও রাখা হয়েছে তাকে। তার দল টসে হেরে শুরুতে বোলিং করবে।
নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় তার একাদশে বিদেশি ক্রিকেটারদের ৪ জনের তালিকায় রেখেছেন মুস্তাফিজকে। আর এর মধ্য দিয়েই চেন্নাইয়ের হয়ে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের। মুস্তাফিজ ছাড়াও এদিন দলটিতে অভিষেক হতে যাচ্ছে সমীর রিজভির। একাদশে মুস্তাফিজ ছাড়া বাকি তিন বিদেশি ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল ও মহেশ থেকশানা।
মুস্তাফিজ অবশ্য ২০১৬ আইপিএল থেকেই নিয়মিত খেলছেন। প্রথমে হায়দ্রাবাদ হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। পরে সেখান থেকে দিল্লি ক্যাপিটালস হয়ে সবশেষ চেন্নাইয়ে নাম লিখিয়েছেন তিনি। তার দল অবশ্য আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড ৫টি শিরোপা জেতার কীর্তি আছে চেন্নাইয়ের। এর বাইরে ডিফিন্ডেং চ্যাম্পিয়ন হিসেবে দলটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে আজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কারন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগার, মোহাম্মদ সিরাজ
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, এমএস ধোনি, দীপক চাহার, মহেশ থেকশানা, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান