২০২৪ আইপিএলের প্রথম উইকেট মুস্তাফিজের
১৭ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর ওপেনার ফাফ ডু প্লেসিস ব্যাট হাতে শাসন করছিলেন চেন্নাই বোলারদের। রানে লাগাম টানতে পঞ্চম ওভারে বল হাতে তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। এসে প্রথম দুই বলে ৪ রান খরচ করলেও এরপর বদলা নিয়েছেন। তুলে নিয়েছেন ডু প্লেসিসের উইকেট। যা চলতি আইপিএলের প্রথম উইকেট। ওই ওভারেই রজত পাতিদারকে সাজঘরের পথ ধরিয়েছেন মুস্তাফিজ। তার বোলিংয়েই ম্যাচে ফিরছে চেন্নাই।
বোলিংয়ে এসে প্রথম বলটি ডট দিয়েছিলেন। তবে দ্বিতীয় বলে চার হাঁকান ডু প্লেসি। মুস্তাফিজের করা ওভারের পরের বলটি তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে রবীন্দ্রর ক্যাচ হন ৩৫ রান করা এই প্রোটিয়া ব্যাটার।
ক্রিজে এসে মুস্তাফিজের পরের দুই বল থেকে কোনো রান নিতে পারেননি নতুন ব্যাটার রজত পতিদার। অফ স্টাম্পের বাইরে করা মুস্তাফিজের ওভারের শেষ বলে খোঁচা মেরে সাঙ্গ হয় তার ইনিংসও।
এরপর ইনিংসের ১২ তম ওভারে ফের বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ততক্ষণে বিপদ সামলিয়ে উঠেছে ব্যাঙ্গালুরু। মাঝের ধাক্কা সামলে বিরাট কোহলি ক্যামেরুন গ্রিন জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে। জুটি ভাঙতে মুস্তাজিকে বোলিংয়ে ডাকেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবারও আস্থার প্রতিদান দেন মুস্তাফিজ। প্রথমে ফেরান কোহলিকে। এরপর গ্রিনের স্টাম্প ভেঙে দেন। তাতেই লেজেগোবরে অবস্থা ব্যাঙ্গালুরুর ব্যাটিং অর্ডারের।
এদিন ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।