চেন্নাইয়ের শুভ সূচনায় ম্যাচসেরা মুস্তাফিজ 

চেন্নাইয়ের শুভ সূচনায় ম্যাচসেরা মুস্তাফিজ 

যেন নতুন রুপে সেই পুরনো ‘ফিজ’। ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে কাটার, স্লোয়ার, সুইংয়ে বেশ ভুগিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপরের আসর থেকেই আস্তে আস্তে কমতে শুরু করে বোলিংয়ে এই বাঁহাতি পেসারের কার্যকারিতা। চারটি ভিন্ন দলে খেললেও সেই পুরনো ফিজের দেখা মিলেছে কালেভদ্রেই। সবশেষ ২০২৩ আসরে স্রেফ দুটি ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। এতে পরের আসরে তার দল পাওয়া নিয়ে দাঁড়িয়েছিল শঙ্কা। 

সব ছাপিয়ে আইপিএলের ২০২৪ আসরে নিজের পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসে সুযোগ পান মুস্তাফিজ। সেখানে গত রাতে আসরের উদ্বোধনী ম্যাচেই চেন্নাইয়ের হয়ে অভিষেক হয় তার। যেখানে দেখা মিলল চিরচেনা সেই ‘ফিজের’। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে সাকিব আল হাসানের পরেই বিশ্বের অন্যতম এই ফ্রাঞ্চাইজি লিগে নিলেন ৫০ এর বেশি উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে নিলেন ৪ উইকেট। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা আইপিএল স্পেলে এত্তএতো কীর্তির দিনে তার দল চেন্নাইও পেয়েছে ৬ উইকেটের বড় জয়। 

মুস্তাফিজের অভিষেক ম্যাচে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। চেন্নাইয়ের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোহলির বেঙ্গালুরু। এবং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আরসিবি। 

সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। এতে চার ওভারেই আসে ৩৮ রান। পরে চেন্নাই কাপ্তান রুতুরাজ ১৫ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিং জারি রাখেন কিউই তরুণ তারকা রাচিন। ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় করেন ৩৭ রান। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে তখন স্কোরবোর্ডে ৭১ রান। 

মাঝে মিডল অর্ডারে রাহানে (২৯) ও মিচেল (২২) কিছুটা হাল ধরার পর বাকি কাজ সারেন দুবে (৩৪*) ও জাদেজা (২৫*)। পঞ্চম উইকেটে তাদের ৬৬ রানের জুটিতেই ৬ উইকেট ও ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। 

এর আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর শুরুটা ভালো হলেও পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। এতে আসরের প্রথম ২ উইকেট যায় এই বাঁহাতি পেসারের নামেই। পরে দ্বাদশ ওভারে কোহলি ও গ্রিনকেও ফেরান মুস্তাফিজ। এতে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বেঙ্গালুরু। অবে ষষ্ঠ উইকেটে আনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের ৯৫ রানের সময় উপযোগী জুটিতে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছে যায় তারা। সর্বোচ্চ ৪৮ রান করেন আনুজ।

আসরে মুস্তাফিজের চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ২৬ মার্চ, গুজরাট টাইটান্সের বিপক্ষে। 

 

সম্পর্কিত খবর