সিলেট টেস্ট: ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে নামবে শান্তরা

সিলেট টেস্ট: ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে নামবে শান্তরা

সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল বোলারদেরই। বিশেষ করে পেসারদের। লঙ্কানদের ইনিংসের ৭ উইকেটেই তুলে নিয়েছেন স্বাগতিক দলের পেসাররা। এদিকে পরে ব্যাটিংয়ে নামা শান্ত-জয়দের ৩ উইকেটও তুলেছেন লঙ্কান পেসাররা। তবে পেসারদের এই ১০ উইকেটের দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। চাপে থাকা দলের হাল ধরে তাদের জোড়া সেঞ্চুরি ও ২০২ রানে দুর্দান্ত জুটিতেই শেষ পর্যন্ত ২৮০ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা।

পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও হয়নি ভালো। ৩২ রানেই হারিয়েছে ৩ উইকেট। এতে ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের পেস তোপে ভোগান খালেদ আহমেদ। এতে ৫৭ রানেই ফেরেন ৫ ব্যাটার। তবে সেখানে চাপ সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ধনঞ্জয়া ও কামিন্দু। দলীয় ২৫৯ রানের মাথায় তাদের এই জুটি ভাঙেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। পরে ধনঞ্জয়ার উইকেটও। এতে শেষ পর্যন্ত ২৮০ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। 

সেখানে দিনের একদম শেষ মুহূর্তে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তবে সেখানে তাদেরও স্বস্তি দেয়নি লঙ্কান পেসাররা। বিশ্ব ফের্নান্দোর পেস তোপে ১৭ রানেই সাজঘরে ফেরেন শান্ত ও জাকের। পরের ৩১ রানের মাথায় আরও একটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। 

দ্বিতীয় দিনে তাই ২৪৮ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম। 

সম্পর্কিত খবর