মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের সহজ জয়
আগের দিনেই ফুটবল মাঠে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়াই তার জাতীয় দল পর্তুগাল পায় ৫-২ ব্যবধানের সহজ জয়। একদিনের ব্যবধানে আর্জেন্টিনার ক্ষেত্রেও ঘটল অনেকটা একই ঘটনা। বিশ্বচ্যাম্পিয়নদের অন্যতম মহাতারকাকে ছাড়াই গত রাতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরের বিপক্ষে নামে আর্জেন্টিনা। সেখানে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে পাওয়া চোটেই মূলত যুক্তরাষ্ট্রের মাঠে কোপা আমেরিকার প্রস্তুতিমূলক এই ম্যাচ দুটি থেকে ছিটকে যান মেসি। তবে তাকে ছাড়া দাপুটে ফুটবলে কোনো ঘাটতি ছিল না আর্জেন্টাইন দলে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, এর বিপরীতে র্যাঙ্কিংয়ের ৮১তম দল এল সালভাদর। এতে লড়াইটা যেমন হওয়ার কথা হয়েছে তেমনই। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পাত্তায় পায়নি প্রতিপক্ষ দলটি। ম্যাচের ৮০ শতাংশ বলই ছিল আর্জেন্টিনার দখলে। যেখানে তাদের নেওয়া ২৪টি শটের ১৪টিই ছিল লক্ষ্যে। এদিকে এল সালভাদর শট নেয় কেবল ২টি। এমন পরিসংখ্যানই বলে দয়ে ম্যাচ ছিল একপেশে।
ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক হেডে গোলের সূচনা এনে দেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পরে ৪২তম মিনিটে এনজো ফার্নান্দেজ এবং ৫২তম মিনিটে গোল পান জিওভানি লো সেলসো। ম্যাচের বাকি সময়ে আর গোল না পাওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এদিকে চলতি মাসেই আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ডি পল-ডি মারিয়ারা। আগামী ২৭ মার্চ আর্জেন্টিনার পরের ম্যাচটি কোস্টা রিকার বিপক্ষে।