ম্যাচসেরার খেতাব জিতে ফেসবুক পোস্টে যা বললেন মুস্তাফিজ 

ম্যাচসেরার খেতাব জিতে ফেসবুক পোস্টে যা বললেন মুস্তাফিজ 

জাতীয় দলের হয়ে সবশেষ লঙ্কান টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে মোট ১৩১ রান দেন মুস্তাফিজুর রহমান। যেখানে নিয়েছেন কেবল ২ উইকেট। এদিকে আইপিএলের আগের আসরেো ‘ফিজ’ ছিলেন নিষ্প্রভ। এতে ফ্রাঞ্চাইজি লিগতিতে নিজের পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে সুযোগ পাওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং। সেখানে আসরের উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে অভিষেক। ক্যারিয়ার সেরা ২৯ রান খরচায় ৪ উইকেট। ম্যাচসেরার খেতাবসহ ম্যাচে ফ্যান্টাসি প্লেয়ারের পুরষ্কার। এতো কিছুর মধ্য দিয়ে আইপিএলে ‘নতুন’ শুরুতে বেশ উচ্ছ্বসিতই থাকার কথা মুস্তাফিজের।

আইপিএলের ২০২৪ আসরের প্রথম উইকেটটাই নেন মুস্তাফিজ, সেটি রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসির। এই বাঁহাতি পেসারের বাকি তিন উইকেট রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের। এতে বলায় যায়, আরসিবির টপ-মিডল অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন ফিজ। 

শেষ দুই ওভারে কিছুটা খরুচে থাকলেও ৪ ওভার শেষ ২৯ রানে ৪ উইকেট নেন তিনি। যা আইপিএলে তার ক্যারিয়ার সেরা স্পেল। সঙ্গে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আইপিএলের এক ম্যাচে ৪ উইকেট পান মুস্তাফিজ। কীর্তির এখানেই নয় শেষ, সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছাড়াল ৫০। প্রত্যাবর্তনের দারুণ গল্প লেখা এই ম্যাচ শেষে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন মুস্তাফিজ। 

সেই পোস্টে মুস্তাফিজ লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দলের জয়ে অবদান রাখতে পারা সবসময়ই বিশেষ কিছু মনে হয়। অবিরাম ভালবাসা এবং সমর্থনের জন্য আমি আপনাদের সকলের কাছে সবসময় কৃতজ্ঞ।’

সম্পর্কিত খবর