ভুল শুধরে সিরিজ বাঁচানোয় চোখ বাংলাদেশের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:২৩ পিএম | ২৩ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন ব্যাটিং বোলিংয়ের চাইতেও বরং ফিল্ডিং অনুশীলনে বেশি মনোযোগ টাইগ্রেসদের। কারণটা পরিষ্কার। প্রথম ম্যাচের মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের মাশুলই দিতে হয়েছে। অন্তত সেটা দ্বিতীয় ওয়ানডেতে পুনরাবৃত্তি চায় না নিগার সুলতানা জ্যোতির দল।

আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিমা খাতুন জানালেন, ফিল্ডিং গ্রুপ গত কয়েক মাস অনেক কষ্ট করেছি। হয়তো হয়ে গেছে হঠাৎ করে মিস। না হলে অস্ট্রেলিয়ার মতো দলকে ১৫০-এর নিচে রাখতে পারতাম। তবে কালকের ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে—বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি ভালো ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা । আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।

প্রথম ম্যাচে অজিদের মাত্র ২১৩ রানে আটকে রেখেছিলেন টাইগ্রেসরা। যেটা সবশেষ ১২ ম্যাচে অজি মেয়েদের সর্বনিম্ন রান। তবে রানটা আরও কম হতে পারতো৷ ৪৯ ওভার শেষে রান ছিলো ১৮৪। ফাহিমার শেষ ওভারে আসে ২৯। রান যায় ২১৩ তে। যেটা বাড়িয়েছে বাংলাদেশের চাপ। অজিরা পেয়েছে দুইশোর বেশি পুঁজি নিয়ে লড়াইয়ের রসদ। 

সেই ভুলটাতেও লাগাম টানতে চায় বাংলাদেশ, জানালেন ফাহিমা। তিনি বললেন, আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিন শর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণেই তারা দুই শ পার করতে পেরেছে।

অজিদের ৪৮ রানে চার উইকেট কিংবা ৭৮ রানে পাঁচ উইকেট নেওয়ার পর ১১২ রানে পড়ে ৬ষ্ঠ উইকেট। তখনও পর্যন্ত ম্যাচ ছিলো বাংলাদেশের ফেভারে। কিন্তু শেষের দিকে ছন্নছাড়া বোলিং, মিস ফিল্ডিং আর অজিদের দুর্দান্ত কিছু রানআউটে প্রথম ম্যাচে দেখা গিয়েছিলো অসহায় এক বাংলাদেশকে।

নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচে সেই ভুলগুলো শুধরিয়ে কাজের কাজটাই করতে চান জ্যোতি বাহিনী। জিতলে টিকে থাকবে সিরিজ জয়ের সম্ভাবনা। হারলেই সিরিজ হার নিশ্চিত। বাংলাদেশ নিশ্চয়ই সেটা চাইবে না!

খেলার দুনিয়া | ফলো করুন :