বাংলাদেশের ৫ নারী আইসিসির আম্পায়ার প্যানেলে

বাংলাদেশের ৫ নারী আইসিসির আম্পায়ার প্যানেলে

প্রথম বারের মতো আইসিসির আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের পাঁচ নারী আম্পায়ার ও রেফারি। চার আম্পায়ার সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা ও রেফারি সুপ্রিয়া রানী দাসকে এই প্যানেলের অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন গেল রাতে বিসিবিকে দিয়েছে আইসিসি।

দুই নারী আম্পায়ার জেসি এবং মিশু চৌধুরীকে চলতি মার্চ মাসের শুরুতে প্রথমবারের মতো নিয়োগ দিয়ে আলোচনায় এসেছিল বিসিবি। সেই দুজনের একজন জেসিকে এবার আইসিসিও শোনাল সুখবর।

এ খবরটি জানার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন জেসি। তিনি লিখেন, ‘আইসিসি প্যানেলে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল আমাদের, এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবিনি। টাকাপয়সার চেয়েও বড় বিষয় হচ্ছে, (আইসিসি প্যানেলে যুক্ত হওয়ার) এর ফলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে।’

তাদের আম্পায়ারিং যাত্রা শুরু হচ্ছে চলতি ডিপিএলে। নারী-পুরুষ মিলিয়ে বর্তমানে ২৬ জন আম্পায়ার বিসিবির চুক্তিতে রয়েছেন।

সম্পর্কিত খবর