২৯ ছক্কার ম্যাচে ইডেনে কলকাতার নাটকীয় জয়

২৯ ছক্কার ম্যাচে ইডেনে কলকাতার নাটকীয় জয়

আইপিএলের ২০২৪ আসরের দ্বিতীয় দিনেই যেন 'ফাইনাল' ম্যাচ দেখল সবাই। সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা যেন নামেন কে কার চেয়ে বেশি ছক্কা মারবে সেই প্রতিযোগিতায়। সেখানে দুই দলের মোট ছক্কা গুণে গুণে ২৯টি। ছক্কার হিসেবে জয় অবহস্য হায়দরাবাদের। হেনরিখ ক্লাসেনের একার ৮ ছক্কার ম্যাচে ইনিংসে দলটির মোট ছক্কা ১৫টি। তবে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচের হয় হলো কলকাতার। এতে ৪ রানে জিতে আসরে শুভ সূচনা করলো শ্রেয়াস আইয়ারের দল।

ম্যাচে লড়াইটা যেন হলো রাসেল-ক্লাসেনের। রাসেল ২৫ বলে ৭ ছক্কায় করেন ৬৪ রান। এদিকে ঠিক রাসেল ইনিংসটাই যেন খেলেন ক্লাসেন, ২৯ বলে ৮ ছক্কায় করেন ৬৩ রান। সেখানে শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসি হাসে রাসেলের কলকাতা।

ইডেন গার্ডেনসে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে রাসেল-রামানদীপের ব্যাটিং ঝড়ে ৭ উইকেটে ২০৮ রানের বড় পুঁজি পায় কলকাতা।

সেই লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো পায় হায়দরাবাদ। ওপেনিং জুটিতে ৬০ রান আসার পর দলীয় ৭১ রানের মাথায় ফেরেন দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৩২) ও ইমপ্যাক্ট সাব অভিষেক শর্মা (৩২)। সেখান থেকে ইনিংস মাঝে এসে রানের গতির খেই হারায় হায়দরাবাদ। পরের ৩০ রান যোগে হারায় আরও ২ উইকেট। এরপরই শুরু হয় ক্লাসেন-শো। শেষ ৩ ওভারে ৬০ রানও চলে আসছিল অনায়াসেই। তবে শেষ ওভারের চতুর্থ বলে ক্লাসেন ফিরলে জয়ের স্বপ্ন ভাঙে হায়দরাবাদের। এবং ৪ রানের জয় পায় কলকাতা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। মারকানডে-নটরাজনের বোলিং বোলিং নৈপুণ্যে ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলার দল। সেখান থেকে ওপেনার ফিল সল্টের ফিফটি পেরোনো ৫৪ রান ও রামানদীপ সিংয়ের ৩৫ রানে ঘোরে কিছুটা রানের চাকা। তবে এই ব্যাটার ফেরার পর ১৪ ওভার শেষে ৬ উইকেটে কলকাতার স্কোরবোর্ডে ওঠে ১১৯ রান। সেখান থেকে ২০ ওভার শেষে আসে ২০৮ রান। যার পেছনের মূল কারিগর ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। রিংকু সিং যেখানে আগলে রাখেন উইকেট সেখানে তাণ্ডব চালিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন রাসেল। ২৫ বলে ৬৪ রানের অপরাজিত এই ইনিংসে মারেন ৩টি চার ও ৭টি ছক্কা। আর এতেই গড়েন অনন্য এক কীর্তি। ছক্কার 'ডাবল সেঞ্চুরি'। আইপিএল ইতিহাসে নবম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। অবশ্য ক্রিস গেইল ও রোহিত শর্মাদের ছাড়িয়ে এই মাইলফলক স্পর্শে সবচেয়ে দ্রুততম রাসেলই।

সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্সঃ ২০৮/৭ (২০ ওভার) (রাসেল ৬৪*, রামানদীপ ৩৫; নটরাজন ৩/৩২)
সানরাইজার্স হায়দরাবাদঃ ২০৪/৫ (২০ ওভার) (ক্লাসেন ৬৩, অভিষেক ৩২; রানা ৩/৩৩)

 

সম্পর্কিত খবর