লঙ্কানদের লিড আড়াইশ'য়ের নিচে রাখার লক্ষ্যেই নামবে শান্তরা
লঙ্কানরা বড় লিডটা পেয়েছে স্বাগতিকরা অল্পে আটকে যাওয়ার কারণেই। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৮০ রানে জবাবে বাংলাদেশ থামে স্রেফ ১৮৮ রানে। এতে ৯২ রানের বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও শরিফুল-নাহিদরা আছে বেশ ছন্দে। গতকাল দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে নামা লঙ্কান টপ-অর্ডারদের ফিরিয়েছেন দ্রুতই। তবে দিমুথ করুনারত্নের ফিফটির পর ধনঞ্জয়ার দৃঢ়তায় লিড ইতিমধ্যেই ছাড়িয়েছে দুইশ।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১১৯ রান। লিড ২১১ রানের। তৃতীয় দিনে মাঠে নামার আগে গত রাতে ম্যাচ ভেন্যু সিলেটে হয়েছে মুশলধারে বৃষ্টি। এতে বোলারদের কিছুটা সুবিধা পাওয়ারই কথা। তাই নিজেদের ম্যাচে ফিরিয়ে আনতে দিনের শুরুতেই লঙ্কানদের লিড ২৫০ এর মধ্যে রেখে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
বোলাররা সামলালেন বোলিং আবার বোলাররাই যেন হাল ধরলেন ব্যাটিংয়েরও। ৮৫ রানে যখন ৫ উইকেট নেই সেখান থেকে ম্যাচ এক টেনে আনেন তাইজুল ইসলাম এবং শেষে এসে ৪০ রানের জুটি গড়েন দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। এতে বোলারদের ব্যাটে চড়েই ১৮৮ রানে পুঁজি পায় নাজমুল হোসেন শান্তর।
দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ওপর ঠেকবে বাড়তি দায়িত্ব। আগের ইনিংসের হতশ্রী পারফর্ম ছাপিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে ব্যাটারদের রানে ফেরা যেন হয়ে দাঁড়িয়ে অত্যাবশ্যক।