দ্বিতীয় ম্যাচেও তিন অঙ্ক ছোঁয়া হলো না বাংলাদেশের

দ্বিতীয় ম্যাচেও তিন অঙ্ক ছোঁয়া হলো না বাংলাদেশের

প্রথম ম্যাচ থেকে একটু ‘উন্নতি’ হলো বটে। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ অলআউট হয়েছিল ৯৫ রানে। এবার রান বেশি করেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে তাতেও তিন অঙ্ক ছুঁতে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে ৯৭ রানে। 

টস ভাগ্যটা আজ জ্যোতির দিকেই গিয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, দলকে চাপে ব্যাটিং করানোয় অনিচ্ছার কথা। 

তবে ব্যাট হাতে নামার পর বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে মনে হচ্ছিল জগদ্দল পাথর কাঁধে বসিয়ে তবেই ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়া শুরু থেকেই ছিল বেশ নিখুঁত। যা সামলাতে গিয়ে বাংলাদেশের ব্যাটাররা খাবি খেয়েছেন শুরু থেকেই। 

দুই অঙ্কে যেতে পেরেছেন স্রেফ তিন জন। নাহিদা আক্তার করেছেন ২২, ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ব্যাট হাতে করেছেন ১০। 

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনো। ১০ ওভারে ১০ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং আর জর্জিয়া রেহাম তুলে নিয়েছেন দুটো করে উইকেট।

 

সম্পর্কিত খবর