পাত্তাই পেল না বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার
প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে উন্নতির কথা বলেছিল বাংলাদেশ। সেই উন্নতিটা হয়েছে বটে। তবে সেটা মাত্র ২ রানের। আগের ম্যাচে ৯৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ থেমেছে ৯৭ রানে। এমন মামুলি লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আশা করাটাও বোকামি।
সেই আশা না করলেও একটা লড়াই তো হতেই পারত। হয়নি সেটিও। ৬ উইকেট ও ১৫৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সঙ্গে সিরিজটাও। সিরিজের সবশেষ তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর।
চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে নারী বিশ্বকাপের আসর। সেই আসর সামনে রেখেই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। উদ্দেশ্য বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে রাখা। সেই প্রস্তুতিটা অবশ্য ভালোই সেরেছে অজি মেয়েরা। প্রথম দুই ওয়ানডেতে তাদের বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ভালো একটা শুরুরই আভাস দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। তবে সেই ভালো মন্দে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। ১৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর পরের দশ রান যোগ করতেই সাজঘরে ৪ ব্যাটার। সেখান থেকে দলীয় সংগ্রহটাকে তিন অংকের ঘরে নিয়ে যাওয়াটাই হয়ে যায় বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের খুব কাছে অবশ্য চলে গিয়েছিল বাংলাদেশ। চ্যালেঞ্জ উৎরাতে না পারলেও অজিদের ছুঁড়া গিয়েছিল ৯৮ রানের টার্গেট। যেখানে দলীয় সর্বোচ্চ রান নাহিদা খাতুনের। সেটাও মাত্র ২২ রানের।
বিশ্বকাপজয়ীদের বিপক্ষে এই রানের লক্ষ্য ছুড়ে জয়ের আশা করা কঠিন। তবুও একটা লড়াইয়ের আভাস ঠিকই মিলছিল শুরুতে। দলীয় ২৪ রানের মধ্যেই দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলটার ব্যাটিং অর্ডার তো আর বাংলাদেশের মতো ভঙ্গুর নয়। যে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ধসে পড়বে। অজিদের টেনে তুলেছেন এলিসে পেরি ও অ্যাশলে গার্ডনার। ৬০ রানে ৪ উইকেট খোয়ালেও এরপর দু’জনে মিলে জুটি গড়ে দলকে এনে দিয়েছেন সহজ জয়। সঙ্গে সিরিজটাও।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় ওয়ানডে)
বাংলাদেশ নারী দল: ৯৭ (৪৪.১ ওভার) (নাহিদা ২২, ফাহিমা ১১; সোফি ৩/১০, কিং ২/১৫)
অস্ট্রেলিয়া নারী দল: ৯৮/৪ (২৩.৫ ওভার) (পেরি ৩৫*, গার্ডনার ২০*; সুলতানা ১/২৩)
ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: সোফি মলিনিয়া