গেইলকে ছুঁতে পারবেন রাসেল?

গেইলকে ছুঁতে পারবেন রাসেল?

ইডেন গার্ডেন্সে কলকাতার ওপেনিং ম্যাচে খাদের কিনারায় থাকা দলকে যেভাবে টেনে তুলেছেন আন্দ্রে রাসেল সেটা আরও একবার মনে করিয়ে দেয় রাসেল কেনো কলকাতার অবিচ্ছেদ্য অংশ এবং টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম। ২০ বলে ফিফটির দিনে অপরাজিত ছিলেন ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে। যেখানে ছক্কা ছিলো সাতটা।

স্পর্শ করেছেন আইপিএলে ছক্কার ডাবল সেঞ্চুরি। আইপিএলে এই হার্ড হিটারের ছক্কা এখন ২০০। ইনিংস লেগেছে ৯৭ টা। খেলছেন দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএলে সর্বোচ্চ ছক্কার তালিকায় এই ক্যারিবিয়ান আছেন নয়ে।

একে থাকা গেইলের সাথে তার দূরত্ব ১৫৭ ছক্কার। আইপিএলে কলকাতা-আরসিবি-পাঞ্চাবের হয়ে সবমিলিয়ে ১৪১ ইনিংসে ৩৫৭ ছক্কা। ইনিংসপ্রতি ছক্কা হাঁকিয়েছেন আড়াইটারও বেশি। আইপিএলে তার চার যেখানে ৪০৪টা, সেখানে ছক্কা ৩৫৭টা।

দুইয়ে আছেন ছয়বার আইপিএল শিরোপা জেতা ব্যাটার রোহিত শর্মা। তিনিও গেইল থেকে পিছিয়ে আছেন একশো ছক্কা। তার ইনিংসও খেলেছেন ৯৭টা বেশি। ডেকান চার্জাস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবমিলিয়ে ২৩৮ ইনিংস ব্যাট করা রোহিতের ছক্কা ২৫৭ টি।

তিনে আছেন এবিডি ভিলিয়ার্স। দিল্লি এবং আরসিবির হয়ে ১৭০ ইনিংস ব্যাট চালানো এই ব্যাটারের ছক্কা ২৫১ টা।

এরপরেই আছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই এবং পুনের হয়ে স্লগে ব্যাট করা এই ফিনিশার ব্যাট করেছেন ২১৮ ইনিংস। ছক্কা মেরেছেন ২৩৯ টা।

ধোনির পরের নামটা ভিরাট কোহলি। ১৭ বছরে আরসিবির হয়ে খেলা এই ব্যাটার ব্যাট করেছেন ২৩০ ইনিংস । আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রান এবং সেঞ্চুরি দুটোই তার দখলে। হাঁকিয়েছেন ২৩৫ ছক্কা।

এরপরই ডেভিড ওয়ার্নারের নাম। দিল্লি-হায়দ্রাবাদ-দিল্লি সবমিলিয়ে ১৭৭ ইনিংস। নামের পাশে ছক্কা ২২৮ টা। সেই সাথে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ফিফটিও।

১৭১ ইনিংস খেলে ২২৩ ছক্কা মেরেছেন রাসেলের স্বদেশি কাইরন পোলার্ড। আইপিএল ইতিহাসে তার সবগুলো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে।

এই তালিকার অবশিষ্ট ডাবল সেঞ্চুরিয়ান সুরেশ রায়না। সিএসকে এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলা এই ব্যাটার ২০০ ইনিংসে হাঁকিয়েছেন ২০৩ ছক্কা।

সম্পর্কিত খবর