সহজ জয়ে আবাহনীর পাঁচ
ঢাকা প্রিমিয়ার লিগে আজ (রবিবার) সিটি ক্লাবের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। যেখানে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়েছে আবাহনী। ম্যাচসেরা হয়েছেন আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্টে যা আবাহনীর পঞ্চম জয়।
এদিন টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। ব্যাট হাতে সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন আবাহনীর দুই ওপেনার আনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। ব্যক্তিগত ১১ রান করে ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন আনামুল। তবে আরেক ওপেনার নাইম নিজের অর্ধশতক পূরণ করেন।
আবাহনীর হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান করেছেন আফিফ হোসেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে আবাহনীর দলীয় সংগ্রহ ছিল ২১৭ রান।
জবাবে ব্যাট হাতে শুরুটা ভালই করেছিল সিটি ক্লাবের দুই ওপেনার সাদিকুর রহমান ও জয়রাজ শেখ। তবে নবম ওভারে নাহিদুলের বলে বোল্ড হন সাদিকুর। সিটি ক্লাবের টপ অর্ডারের ব্যাটাররা এদিন যাওা-আসার মধ্যেই ছিল। কেউই রানের খাতা বোর করতে পারেননি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান এসেছে ইরফান হোসেনের ব্যাট থেকে।
ব্যাটিং বিপর্যয়ে পূর্ণ ওভারও খেলে শেষ করতে পারেনি সিটি ক্লাব। ৪১তম ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় তারা। ফলস্বরূপ ৫২ রানের দাপুটে জয় তুলে নেয় আবাহনী লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনীঃ ২১৭/৭ (৫০ ওভার); আফিফ ৬৭*, নাইম ৫৪; নাইমুর ৩-৩৪, রনি ২-২৭।
সিটি ক্লাবঃ ১৬৫ (৪০.৫ ওভার); ইরফান ৩১, মইনুল ৩০; মোসাদ্দেক ৩-৩৩, সাইফউদ্দিন ৩-২০।