ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না তামিম
টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অবশেষে হেরেছে পঞ্চম ম্যাচে এসে। ফিফটি হাঁকালেও দলকে জেতাতে পারেননি তামিম ইকবাল। তার দল টানা চার জয়ের পর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।
ফতুল্লায় শুরুতে ব্যাট করে ইনিংসের প্রায় অর্ধেকটাই টেনেছেন তামিম। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি তিনি। তামিম একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। একটা সময় তামিমও ফিরে যান ৮৮ বলে ৫৪ রান করে। ৮৫ রানে ৫ উইকেট হারায় প্রাইম ব্যাংক।
সেখান থেকে ৪৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে ১৮১ রানে নিয়ে যান অলক কপালি। প্রাইম ব্যাংককে অলআউট করার বড় কৃতিত্বটা আবদুল গাফ্ফার সাকলাইনের। ৯ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি।
সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও পরে হাল ধরেন সাব্বির হোসেন। ৬৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে রেখে যান তিনি। এরপর মাহফুজুর রহমান রাব্বির ২৮ ও শেষ দিকে শেখ পারভেজ জীবনের অপরাজিত ১৯ ও মঈন খানের ১৩ রানে ভর করে ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে গাজী গ্রুপ।