অধিনায়ক স্যামসনে রাজস্থানের জয়

অধিনায়ক স্যামসনে রাজস্থানের জয়

১৭ তম আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন। খেলেছেন ৫২ বলে ৮২ রানের অপরাজিত এক ইনিংস। তার দিনে ২০ রানের জয় পেয়েছে তার দল রাজস্থান।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে খরচায় স্কোরবোর্ডে ১৯৩ রান জমা করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন স্যামসন। তার দিনে পরাগের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। ও শেষ দিকে ধ্রুব জুরেল ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুলও। ৪৪ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হলেও দলকে জয়ের পথেই রেখেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শেষদিকের ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে তার দল হারে ২০ রানে।

শেষ দিকে অবশ্য ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন নিকোলাস পুরান। তবে তার করা ৪১ বলে ৬৪ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য হয়নি যথেষ্ট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
রাজস্থান রয়্যালস: ১৯৩/৪ (স্যামসন ৮২*, পরাগ ৪৩, জুরেল ২০*; নাবিন ২/৪১)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টাস: ১৭৩/৬; (রাহুল ৫৮, দীপক ২৬, পুরান ৬৪*; বোল্ট ২/৩৫)
ফল: রাজস্থান রয়্যালস ২০ রানে জয়ী।

সম্পর্কিত খবর