ফিটনেস টেস্ট দিতে হয় না বাবরদের
ভারতের কাছে আবারও হারল পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে ৮ বারের দেখায় প্রত্যেকটিতেই হারল তারা। সেদিন শুরুটা বেশ ভালো পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। এমন হারে বেশ সমালোচনার মুখে পড়তে দলটিকে। এবার বাবরদের ফিটনেস নিয়ে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম।
এক টেলিভিশন শো'তে ওয়াসিম আকরাম বলেন, ‘‘পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আমি চিন্তিত। এখন কোনো ফিটনেস টেস্টই হয় না। মিসবাহ (উল হক) যখন কোচ ও নির্বাচক ছিল তখন ইয়ো ইয়ো টেস্ট হত। তবে এখন তা পুরোপুরিই বন্ধ। পেশাদার ক্রিকেটারদের প্রতি মাসে অন্তত একবার ফিটনেস টেস্ট দিতে হবে। না হলে তারা ভারতের মতো দলকে কীভাবে হারাবে?’’
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ফর্মের মতোই অস্থায়ী দলটির ক্রিকেট বোর্ডের প্যানেল। সেখানে কম সময়ের মধ্যে একাধিক পরিবর্তন দলের ক্রিকেটারদের ওপরই পড়েছে বলে মনে করছেন ১৯৯২ আসরের বিশ্বকাপজয়ী এই তারকা।
আকরাম আরও বলেন, ‘‘গত ৩ বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে তিন জন চেয়ারম্যান বদলেছে। সকলেই তাদের পছন্দের লোকদের আনছে। প্রত্যেকের পরিকল্পনাই আলাদা। ফলে ক্রিকেটাররা সমস্যায় পড়ছে।”