হার্দিকের ‘বর্তমান’ মুম্বাইকে হারাল ‘সাবেক’ গুজরাট
আইপিএলের ২০২২ আসরে প্রথমবারের মতো নেমেই শিরোপা জেতে গুজরাট টাইটান্স। পরের আসরেও রানার্স-আপ। দুই আসরেই ‘হট ফেবারট’ এর তকমা পাওয়া দলটির ২০২৪ আসরও শুরু হলো ছন্দে। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে। ব্যাটাররা ১৬৮ রানের লড়াকু সংগ্রহ দাড় করানোর পর ম্যাচ জয়ের মূল দায়িত্ব পালন করলেন গুজরাটের বোলাররা। মোহিত-যাদবদের নৈপুণ্যে তাই ৬ রানে জয় দিয়ে আসর শুরু করলো দলটি।
গুজরাটের এই জয়ের নায়ক ছিলেন বোলাররাই। ব্যাটারদের লড়াকু পুঁজি এনে দেওয়ায় পর মোহিত-যাদবরা দেখালেন বোলিংয়ে দলীয় পারফর্ম। আর এতেই আসরে শুভ সূচনা ফ্রাঞ্চাইজিটির।
আহমেদাবাদে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট।
চ্যালেঞ্জিং সেই লক্ষ্যা তাড়ায় শুরুতে ধাক্কা খেলেও মাঝে রোহিত শর্মা ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে চড়ে জয়ের পথেই হাঁটছিল হার্দিকের দল। তবে থিতু হয়ে রোহিত (৪৩) ও ব্রেভিস (৪৬) ফেরার পর ট্র্যাক হারায় মুম্বাই। দ্রুতই ফেরেন টিম ডেভিড, তিলক ভার্মারা।
একসময়ের মুম্বাইয়ের দিকে থাকা ম্যাচ যেতে থাকে গুজরাটের দিকে। শেষ ২ ওভারের লড়াইটা হয় আরও জমজমাট। সেখানে জয়ের জন্য ২৭ রান দরকার ছিল হার্দিকদের। স্পেনসার জনসনের প্রথম বলেই ছক্কা হাঁকান তিলক, তবে পরের বলেই পাড়ি জমান সাজঘরে। ওভার শেষ বলে একই রাস্তা মাপেন জেরাল্ড কুটসিয়াও। পরে শেষ ওভারে হার্দিক ছাড়াও চাওলার উইকেট তুলে নেন যাদব। এতে বোলারদের দৃঢ়তায় শেষ হাসি হাসল গুজরাটের টাইটানরাই।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো পায় গত আসরের রানার্স-আপরা। ১৫ বলে ১৯ রান করে গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা ফিরলেও সাই সুদর্শনকে রান গতি সামলে এগোন অধিনায়ক শুভমান গিল। তবে অধিনায়ক অভিষেকের ম্যাচে ইনিংসটা খুব একটা লম্বা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। দলীয় ৬৪ রানের মাথায় ফেরেন পিয়ুশ চাওলার বলে। ২২ বলে ৩১ রান করেন শুভমান।
সেখান থেকেই রানের গতিতে ধরে মরিচা। একপ্রান্ত সুদর্শন আগলে রাখলেও আরেকপ্রান্তে ব্যাটারদের চলে যাওয়া-আসার মিছিল। এতে শুরুটা ছন্দের হলেও শেষ পর্যন্ত ১৬৮ রানের লড়াকু সংগ্রহ পায় শুভমান গিলের দল। সেখানে সর্বোচ্চ ৪৫ রান করেন সুদর্শন। মুম্বাইয়ের হয়ে ৪ ওভার বল করে স্রেফ ১৪ রান দিয়ে ৩ উইকেট তোলেন বুমরাহ। দারুণ শুরুর পর মূলত বুমরাহের পেসেই অনেকটা ছন্দ হারায় গুজরাটের ব্যাটাররা।
সংক্ষিপ্ত স্কোরঃ
গুজরাট টাইটান্সঃ ১৬৮/৬ (২০ ওভার) (সুদর্শন ৪৫, গিল ৩১; বুমরাহ ৩/১৪)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৬২/৯ (২০ ওভার) (ব্রেভিস ৪৬, রোহিত ৪৩; জনসন ২/২৫)
ফলঃ ৬ রানে জয়ী গুজরাট
ম্যাচসেরাঃ সাই সুদর্শন