সিলেটে হারের ব্যবধান কমাতেই নামছে বাংলাদেশ

সিলেটে হারের ব্যবধান কমাতেই নামছে বাংলাদেশ

সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নাজমুল শান্তর দল। যেখানে বাংলাদেশের জিততে এখনও দরকার ৪৬৪ রান, কিন্তু হাতে আছে মাত্র ৫টি উইকেট।

তৃতীয় দিনের তৃতীয় সেশনে ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু টপ অর্ডারের ব্যাটিং ধ্বসে দিন শেষে মাত্র ৪৭ রান তুলতেই বাংলাদেশের ৫ ব্যাটার সাজঘরের পথ ধরেছেন।

লক্ষ্যটা ছিল বেশ বড়। যেখানে শুরুতেই হোঁচট খেয়েছেন টাইগার ব্যাটাররা। হাতে এখনও দুইদিন আছে, উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। তবে তারা দুইজন ইনিংস কতদূর টেনে নিতে পারবেন এই বিষয়ে আছে দ্বিধা। শেষ ৫ উইকেট হাতে রেখে আরও ৪৬৪ রান সংগ্রহ করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভবই বলা চলে।

আজ চতুর্থ দিনে হারের ব্যবধান কমাতেই যেন মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে এই দুর্দশা কাটিয়ে দ্বিতীয় টেস্টে ভাল করাই এখন মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর