ক্ষমা পেয়ে ফেরত আসছেন হারিস রউফ

ক্ষমা পেয়ে ফেরত আসছেন হারিস রউফ

পাকিস্তান ক্রিকেটে যেন একের পর এক আলোচনা লেগেই আছে। এবার সে তালিকায় যুক্ত হলেন পাকিস্তান জাতীয় দলের পেসার হারিস রউফ। দেশের হয়ে টেস্ট না খেলে বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ায় তীব্র সামালোচনার শিকার হয়েছিলেন তিনি। শাস্তি হিসেবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এবার তার সে শাস্তি তুলে নিল পিসিবি।

পাকিস্তানের হয়ে টেস্ট সিরিজ না খেলে অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগ খেতে গিয়েছিলেন হারিস। যার ফলে প্রথমত তীব্র নিন্দার সম্মুখীন হতে হয় তাকে। সমর্থক ও বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্লেষকরা তাকে নিয়ে সমালোচনার ঝড় তোলেন। ফলস্বরূপ তাকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও প্রার্থনা করেন এই পেসার।

গতকাল (রবিবার) তার ওপর দেওয়া নিষেধাজ্ঞা ও শাস্তি মাফ করেছে ক্রিকেট বোর্ড। তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায়ও।

পিসিবির কাছে লিখিত আকারে পত্র দিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন হারিস। বোর্ড প্রধান নাকভি বলেন, ‘রউফ আমাদের কাছে লিখিত ভাবে ক্ষমা চেয়েছে। সেই চিঠি পাওয়ার পর আমরা ওকে বোর্ডের চুক্তিতে ফিরিয়ে নিচ্ছি। পাকিস্তান সুপার লিগে খেলার সময় সে চোট পেয়েছে। রউফের চিকিৎসার দায়িত্ব আমাদের। ওকে দ্রুত সুস্থ করতে হবে।’

সম্পর্কিত খবর