প্রয়োজন ৩৮২ রান, উইকেট বাকি ৩টি
দ্বিতীয় টেস্টে এখনও বাকি আছে পাঁচটি সেশন। আজ চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১২৯ রান। এই রান করতেই সাজঘরে ফিরেছেন ৭ জন ক্রিকেটার। সিলেটে হার বাঁচানোটাই এখন শান্তদের জন্য যেন অসম্ভব।
তৃতীয় দিন শেষেই বাংলাদেশের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। গতকাল বাংলাদেশ মাত্র ৪৭ রানে ৫ উইকেট হারানোর পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় লঙ্কানদের হাতে। সেখান থেকে আজকে চতুর্থ দিনের শুরুতেও ব্যাটিং বিপর্যয় চলমান থাকে স্বাগতিকদের।
৫ উইকেটে ৪৭ রান নিয়ে শুরু করা চতুর্থ দিনের শুরুতেই সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। পরে মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার আশা জাগাচ্ছিল থিতু হওয়া মমিনুল হক। তবে দলীয় ১১৭ রানের মাথায় মিরাজ ফিরলে ভেস্তে যায় সেই আশা। ৩৩ রান করে ফেরেন এই ডানহাতি ব্যাটার। প্রথম সেশনের এই দুটি উইকেটই নেন পেসার কাসুন রাজিতা।
মূল ব্যাটারদের মধ্যে কেবল টিকে আছেন মমিনুল হক। ১১২ বলে করেছেন ৪৬ রান।
প্রথম ইনিংসের পর দ্বিতীয়তেও সেই ধনঞ্জয়া-কামিন্দুতে কাছেই যেন হেরে গেল বোলাররা। এই ইনিংসেও দুজন তুলেছেন সেঞ্চুরি। ১০৮ রান করে অধিনায়ক ধনঞ্জয়া ফিরলেও এবার কামিন্দু মেন্ডিস করেছেন দলীয় সর্বোচ্চ ১৬৪ রান। তাতেই চারশ পেরিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৪১৮ রানে এবং জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১১ রানের। যেই লক্ষ্য তাড়া করতে নেমে করুণ পরিস্থিতে আছে স্বাগতিকরা।