অবসর ভেঙে ফিরে আসলেন আমির

অবসর ভেঙে ফিরে আসলেন আমির

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে নিজের অবসরের সিদ্ধান্তকে আপাতত দূরে রাখলেন তিনি। অর্থাৎ পাকিস্তান দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য উন্মুক্ত আছেন আমির।

২০২০ সালে পাকিস্তানের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন সময়ের অন্যতম সেরা এই পেসার। সেই বছরের শেষদিকে তিনি মানসিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন জানিয়ে আমির অবসরে যান।

অবসর ভেঙে ফেরার বিষয়ে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনো কখনো আমাদের এমন একটা অবস্থানে নিয়ে আসে যেখানে এসে আমাদের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি ও আমার মধ্যে ইতিবাচক একটি আলোচনা হয়েছে। সেই আলোচনায় অত্যন্ত সম্মানজনকভাবে আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান দলের আমাকে দরকার ছিল এবং এখনও আমি পাকিস্তানের হয়ে খেলতে পারতাম। এ পর্যায়ে পরিবার ও শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিচ্ছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের হয়ে আবার খেলতে আমি এখন উন্মুক্ত।’

সদ্য সমাপ্ত পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন আমির। তিনি বলেন, ‘আমি এটা কেবল আমার দেশের জন্য করতে চাই। সে কারণে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তেরও আগে। সবুজ জার্সি গায়ে জড়ানো এবং দেশের হয়ে খেলার তীব্র ইচ্ছাটা আমার সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ আসর।

সম্পর্কিত খবর