দুয়ো ধ্বনির অভিষেক শেষে তীব্র সমালোচনার শিকার হার্দিক

দুয়ো ধ্বনির অভিষেক শেষে তীব্র সমালোচনার শিকার হার্দিক

সবশেষ মৌসুমেও গুজরাটের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এ মৌসুমেও তাকে নিয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল গুজরাটের সমর্থকরা। তবে আইপিএল শুরুর আগে আচমকা গুজরাটকে বিদায় বলে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান হার্দিক। সেই হার্দিকের গতকাল অভিষেক হয়েছে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে। তাও তার প্রাক্তন ক্লাব গুজরাটের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ আহমেদাবাদে। এমন দিনে সমর্থকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে হার্দিককে।

শুধু দুয়ো ধ্বনিতে ম্যাচটা শেষ করা গেলেও হতো। ম্যাচে প্রশ্ন বিদ্ধ হয়েছে হার্দিকের নেতৃত্বও। সেই সঙ্গে ম্যাচ হারের দায় চেপেয়ে তার ওপরই। একই দিন ভিন্ন এক কারণেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। সব মিলিয়ে মুম্বাইয়ে দুঃস্বপ্নের মতো একটা অভিষেকই হয়ে গেল হার্দিকের। যা এখন দ্রুত কাটিয়ে উঠতে পারলেই হয়।

এদিন ম্যাচের পাওয়ার প্লের শুরুতে তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে বোলিংয়ে আনেনি অধিনায়ক হার্দিক। নিজেই পাওয়ার প্লেতে দুই ওভার করেছেন। যা নিয়ে তো ম্যাচ চলাকালীনই ধারাভাষ্যকাররাও প্রশ্ন তুলেছেন। ধারাভাষ্যে থাকা ইংল্যান্ড অধিনায়ক পিটারসেন বলেন, ‘বুমরাকে দিয়ে বোলিং ওপেন করানো হলো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।’ শুধু পিটারসেনই না সুনীল গাভাস্কার বিষয়টি ভালোভাবে নেননি, ‘খুব ভালো প্রশ্ন। খুব, খুবই ভালো প্রশ্ন।’ ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তো টুইটই করে বসেছেন, ‘বুমরা কোথায়?’ লিখে।

পরে পাওয়ার প্লের চতুর্থ ওভারে বুমরাহকে বোলিংয়ে আনলে সেই বুমরায় দলকে প্রথম সাফল্য এনে দেন। দলের সেরা বোলারও তিনিই। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে হার্দিক ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি।এতো গেল তার বোলিং পারফর‌ম্যান্স।

অধিনায়ক হিসেবেও এদিন তার আচরণও ভালোভাবে নিতে পারেনি আহমেদাবাদের সমর্থকরা। গুজরাটের ইনিংসের শেষ ওভারে রোহিতকে সীমানার কাছে যাওয়ার নির্দেশ দেন হার্দিক। যা বেশ অবাক করেছে রোহিতকেও। সাধারণত ৩০ গজের ভেতরেই ফিল্ডিং করে থাকেন রোহিত। সেই তাকে যখন শেষ ওভারে সীমানা বরাবর ফিল্ডিংয়ে পাঠালেন হার্দিক তা ভালোভাবে নিতে পারেনি দলটির সমর্থকরা। অনলাইনে যা নিয়ে তীব্র সমালোচনা করছে মুম্বাই সমর্থকরা। হার্দিকের এমন আচরণে বিস্মিত তারা।

এদিন হার্দিকের ব্যর্থতার শেষ হয়েছে ব্যাটিংয়ে। শেষ চার ওভারে যখন ৩৯ রান প্রয়োজন, হাতে ৬ উইকেট। তখন ব্যাটিংয়ে নেমে ৪ বলে ১১ রান করেই সাজঘরে ফিরেছেন হার্দিক। নিজে ব্যাট করতে না নেমে টিম ডেভিডকে পাঠিয়েছেন। যা নিয়েও সমালোচনা করেছেন ইরফান। বলেন, ‘সে টিম ডেভিডকে আগে ব্যাট করতে পাঠিয়েছে। কারণ রশিদ খানের ওভার বাকি। আমার মনে হয় হার্দিক রশিদকে মোকাবেলা করতে চাইনি। কারণ সে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। ড্রেসিং রুমে একজন অভিজ্ঞ ব্যাটার থাকার পরও চাপের মুহূর্তে রশিদের বিপক্ষে একজন বিদেশি ব্যাটারকে পাঠানো কেন তা আমার বোধগম্য নয়।’

সম্পর্কিত খবর