আর্থারের বিস্ফোরক মন্তব্যে যা বলল আইসিসি
ভারত-পাকিস্তান ম্যাচ। যদি তা হয় বিশ্বকাপের মঞ্চে তবে তো কথাই নেই। উত্তেজনার পারদ সবসময়ই থাকে তুঙ্গে। এবারও হয়নি তার উলটো। স্বাগতিক দেশ ভারত হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের দর্শক ছিল বিশালের কাতারে এবং পাকিস্তানের মোটে সামান্য। আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামে শনিবারের ম্যাচটিতে (১৪ অক্টোবর) উপস্থিত ছিল ১ লাখেরও বেশি মানুষ।
মাঠে নেই দর্শক, আউট ফিল্ডের করুণ দশা, এতবড় টুর্নামেন্টে, যার নেই কোনো উদ্বোধনী অনুষ্ঠান সব মিলিয়ে আসরের শুরু থেকেই ভারত বিশ্বকাপ ছিল নানান আলোচনা-সমালোচনায়। তবে চিত্র যেন পাল্টে গেল ভারত-পাকিস্তান মহারণে। দর্শক ছিল লাখের কাতারে। সেখানেই চটেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। করেন বিস্ফোরক এক মন্তব্য। সেই ম্যাচটিকে বিশ্বকাপ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো দ্বিপাক্ষিক সিরিজ বলে মনে হয়েছে তার।
এমন মন্তব্যে দিন দুয়েক পর সাড়া দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মিকি আর্থারের করা সেই সমালোচনা পর্যালোচনা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে যোগ দেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সেখানে আর্থারের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বার্কলে জানান, আমাদের প্রতিটি ইভেন্টে বিভিন্ন জায়গা থেকে সবসময়ই সমালোচনা হয়। টুর্নামেন্টটি কেবল শুরু। যে জিনিসগুলি সম্ভব আমরা সরিয়ে নেব,কাজ করার চেষ্টা করব এবং আরও ভাল করার চেষ্টা করব।