রূপগঞ্জের জয়রথ থামিয়ে মোহামেডানের চতুর্থ জয়
চলতি ডিপিএলে একের পর এক ম্যাচ জিতে চলছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। অবশেষে পঞ্চম ম্যাচে এসে হারের স্বাদ পেল তারা। তাদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে যা তাদের চতুর্থ জয়।
ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ২৭ রানেই সাজঘরে ফেরে দলটির তিন ব্যাটার। এরপর মাঝে রিজওয়ান, আমিনুল ও শামীম দলকে টানলেও লম্বা সময় সার্ভিস দিতে পারেননি দলকে। ব্যাট হাতে ২১ রান এসেছে মাশরাফির ব্যাট থেকে। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান আসে শামীমের ব্যাট থেকে।
এরপরও স্কোরটা বাড়েনি খুব বেশি। রূপগঞ্জের ইনিংস থামে ১৭৮ রানে। মোহামেডান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও আসিফ হাসান।
লক্ষ্যটা সহজ হলেও তা শুরুতেই জটিল করে ফেলে মোহামেডান। দলীয় ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন দলটির দুই ব্যাটার। এরপর অবশ্য সেই চাপ বেশ ভালোই সামাল দিয়েছেন রনি তালুকদার। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলকে টেনে তুলেছেন বিপদ থেকে। এরপর মাহিদুল ৫৯ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন রনি। ১১৪ বলে ৪ ছয় ও ৭ চারে ৯২ রানের অপরাজিত ছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৭৮ (৪৭.১); (শামীম ৫৯, মাশরাফি ২১, রিজওয়ান ২৫, আমিনুল ২৬; নাসুম ৩/৩০, আসিফ ৩/৩৯, কামরুল ২/৩২)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৭৯/৪ (৪১.৪); (রনি ৯২*, অঙ্কন ৫৯, মাহমুদউল্লাহ ৯*; হালিম ২/২৫)
ফল: মোহামেডান ৬ উইকেটে জয়ী।