গাজী টায়ার্সকে তলানিতে ঠেলে দ্বিতীয় জয় ব্রাদার্সের
ডিপিএলের পঞ্চম ম্যাচে এসেও হারের বৃত্ত ভাঙতে পারল না গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। তবে এদিন বেশ কঠিন লড়াই করেছে দলটি। ব্রাদার্স ইউনিয়নকে ২২৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যায় দলটি। যদিও শেষ পর্যন্ত হারের বৃত্ত ভাঙা হয়নি তাদের।
বিকেএসপিএর তিন নম্বর মাঠে শুরুতে ব্যাট করতে নেমে আসরাফুল আলম আসিফের ৬৯ রান ও শেষদিকে ইফতেখার সাজ্জাদের ৪৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২২৫ রান জমা করে গাজী টায়ার্স।
জবাবে মাঝারি মানের ইনিংস খেলে সাজঘরে ফিরিছে ব্রাদার্সের একের পর এক ব্যাটাররা। ইনিংসটাকে লম্বা করতে পারেনি কেউ। তবে মাঝে দায়িত্ব নিয়েছেন মাহমুদুল হাসান। শেষ পর্যন্ত তিনিই ম্যাচটা জিতিয়ে এসেছেন উইকেটে থেকে। এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৩ বলে ৫৬ রানে।
তবুও শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে ম্যাচটা। আগেও এমন শেষ ওভারে ম্যাচ হারায় শঙ্কা ছিলই ব্রাদার্সকে নিয়ে। তবে এদিন সেই শঙ্কা দূরে ঠেলে ১ উইকেট হাতে রেখে জয় তুলেছে ব্রাদার্স। দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
গাজী টায়ার্স: ৫০ ওভারে ২২৫/৯ (আশরাফুল ৬৯, সাজ্জাদ ৪৭, ইফতিখার ২৯; রহমতউল্লাহ ৩/৩৯)।
ব্রাদার্স: ৪৯.২ ওভারে ২২৯/৮ (মাহমুদুল ৫৬*, ইমতিয়াজ ৩৯, রাহাতুল ৩২; শামীম ৩/৩২, মারুফ ২/৪৩)।
ফল: ব্রাদার্স ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।