লিটনের আউটের ব্যাখ্যা নেই শান্তর, কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আলাদা একটা হাইপ তৈরি হয়েছিল। যা চোখে পড়েছে সবশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও। যেখানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা আর ওয়ানডে বাংলাদেশ। তাই ভাবা হচ্ছিল টেস্ট সিরিজেও দু’দলের লড়াইটা উত্তাপ ছড়াবে বেশ। তবে প্রথম টেস্টে যার ছিটেফোঁটাও করে দেখাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হেরেছে লঙ্কানদের বিপক্ষে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই। ৩২৮ রানের বিশাল ব্যবধানে।
এমন হারের দিনে প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদের আউট হওয়ার ধরণ। যা নিয়ে সংবাদ সম্মেলনেও কঠিন বাউন্সার সামলাতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তবে সব ভুল শুধরে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চাই বাংলাদেশ। লঙ্কানদের হারিয়ে সিরিজ হার এড়াতে চায় পুরো দল। সেই প্রত্যয়ের কথায় ম্যাচ শেষে জানিয়ে গেলেন শান্ত।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে। তখন উইকেটে এসেই ডাউন দ্য উইকেটে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরেছেন লিটন। তার এমন ব্যাটিংয়ে কারণ জানতে চাওয়া হয়েছিল শান্তর কাছে। অবশ্য এর কোনো ব্যাখ্যা খুঁজে পাননি অধিনায়ক। বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’
টেস্টে আগের ৬ ইনিংসে ৩টি শতক হাঁকানো শান্তর কাছে ছিল অনেক প্রত্যাশা। তার ওপর তিনি দলের অধিনায়ক। সেই তিনি সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তার আউট হওয়ার ধরণ নিয়েও আছে প্রশ্ন। সেই প্রশ্নের তিনি বলেন, ‘আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।’
চট্টগ্রাম সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশের জন্য যা সিরিজ হার এড়ানোর লড়াইও বটে। আর সেটা বেশ ভালোভাবেই জানা আছে শান্তর। তাই ভুল শুধরে সেই টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা শান্তর, ‘ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি, এমন নয়। দুই দলেরই টপ অর্ডারেরই সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’