কিংস অ্যারেনায় অপরাজিত থাকার গৌরব ধরে রাখতে চান কাবরেরা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে পাত্তায় পায়নি বাংলাদেশ। ম্যাচ হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। তবে সেই রেশ কাটার খুব বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে এক সপ্তাহের কম ব্যবধানে ফের মাঠে নামতে হচ্ছে জামাল-তপুদের।
তবে প্রতিপক্ষ একই হলেও এবার ম্যাচ ভেন্যু ভিন্ন। নিজেদের চেনা আঙিনা কিংস অ্যারেনা। যেখানে এখন পর্যন্ত ম্যাচ হারেনি বাংলাদেশ। তাই রাতারাতি বদলে গিয়ে এই মাঠে ফিলিস্তিনকে আটকে চমকে দিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাধীনতা দিবসের দিন বিকেল সাড়ে তিনটায় ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। যেখানে ফিলিস্তিনকে রুখে দিলে একটা রেকর্ড অন্তত অক্ষুণ্ণ থাকবে জামালদের। সেটি হলো এই মাঠে না হারার রেকর্ড। কেননা, এখন পর্যন্ত এই মাঠে ৪ ম্যাচ খেলে ফেললেও কখনোই যে হারেনি কাবরেরার শিষ্যরা। আর তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটিই জানিয়ে রাখলেন কাবরেরা।
কাবরেরা বলেন, ‘আমরা জানি কালকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। (মাঠে) দারুণ একটা আবহ থাকবে আশা করছি। কিংস অ্যারেনায় আমরা এখনো অপরাজিত। প্রথম ম্যাচটা সবার জন্যই অনেক হতাশার ছিল। অনেক ইতিবাচক বিষয়ও ছিল। এখন আমাদের ভাবনায় শুধুই কালকের ম্যাচ। সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চাই।’