নাম বদলের পর বেঙ্গালুরুর প্রথম জয়
নাম, জার্সি, টিম লোগো সব বদলে শুরুটা নতুন করেছিল নতুন নামের রয়্যাল চ্যানেজার্স বেঙ্গালুরু। তবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের দাপটে শুরুটা ভালো হয়নি কোহলি-ম্যাক্সওয়েলদের। অবশ্য জয়ে ফিরতে খুব একটা সময় নেয়নি দলটি। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় আরসিবি।
২০০৮ সালে থেকে আইপিএলে সবশেষ ১৬ আসরে রয়্যাল চ্যালেজার্স ব্যাঙ্গালোর নাম নিয়ে খেলে দলটি। তবে ২০২৪ আসরে এসে সেই নাম পাল্টে গিয়ে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই নাম বদলের প্রথম ম্যাচটা হতাশার কাটলেও দ্বিতীয় ম্যাচেই জয়ে ফেরে আরসিবি।
চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। সেখানে সেখানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কিংরা।
সেই লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ডু প্লেসির দল। সমান ৩ রান করে কাগিসো রাবাদার জোড়া শিকার হয়ে ফেরেন ডু প্লেসি ও ক্যামেরন গ্রিন। তবুও প্রথম পাওয়ারপ্লের ওভারে রান তোলে তারা। যেখানে ৩৫ রানই কোহলির। মাঝে রজত পাতিদার কিছুটা সঙ্গ দিলেও রানের গতি একাই সামিলিয়েছেন কোহলি।
নান্দনিক সব শটের পসরা সাজিয়ে কোহলি এগোচ্ছিলেন আইপিএলে নিজের অষ্টম সেঞ্চুরির দিকেই। তবে ১৬তম শেষ বলে হার্শাল প্যাটেলের বলে সাজঘরে ফেরেন তিনি। এর আগে ব্যক্তিগত খাতায় ৪৯ বলে ১১ চার ও ২ ছক্কায় যোগ করেন ৭৭ রান।
সেখান থেকে দীনেশ কার্তিক ও ইমপ্যাক্ট সাব হিসেবে নামা মহীপাল লমররের ১৮ বলে ৪৮ রানের ঝোড়ো জুটিতে ৪ বল বাকি রেখেই জয় তোলে বেঙ্গালুরু। ১০ বলে ২৮ রান করেন কার্তিক। এদিকে পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন হারপ্রিত ও রাবাদা।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ান ও প্রাভসিমরান সিংয়ের ব্যাটে শুরুটা দাপুটে পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি পাঞ্জাব। তবে শেষে এসে আগের ম্যাচের জয়ের নায়ক স্যাম কারানের ২৩, জিতেশ শর্মার ২৭ ও ৮ বলে শশাঙ্কের ২১ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ১৭৬ রানের লড়াকু সংগ্রহ পায় শিখর ধাওয়ানের দল। সেখানে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও ম্যাক্সওয়েল।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাঞ্জাব কিংসঃ ১৭৬/৬ (২০ ওভার) (ধাওয়ান ৪, জিতেশ ২৭; সিরাজ ২/২৬, ম্যাক্সওয়েল ২/২৯)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঞ্জালুরুঃ ১৭৮/৬ (১৯.২ ওভার) (কোহলি ৭৭, কার্তিক ২৮*; হারপ্রিত ২/১৩)
ফলঃ রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ বিরাট কোহলি