অবসর ভেঙে আর্মি ক্যাম্পে আমির-ইমাদ
সবশেষ ভারত বিশ্বকাপেও ফিটনেস নিয়ে কথা শোনতে হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর সেটি দেখতে চান না দেশটির নতুন বোর্ড প্রধান মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারে বসেই ক্রিকেটারদের ফিটনেস ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন তিনি। ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আর্মি ক্যাম্পে পাঠানোর।
সেই নির্দেশ মতেই আগামীকাল কাকুলের সেনা ক্যাম্পে যাচ্ছে পাকিস্তানের ২৯ ক্রিকেটার। যার মধ্যে আছেন সদ্য অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এর বাইরে সংযুক্ত আবর আমিরাতের হয়ে খেলা পাকিস্তানি বংশদ্ভুত উসমান খানকেও রাখা হয়েছে এই ক্যাম্পে।
সোমবার দেশটির ক্রিকেটে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। চার সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে। যেখানে অবশ্য রাখা হয়নি কোনো প্রধান নির্বাচক। সেই প্যানেলে আছেন মোহাম্মদ ইউসুফ, ওয়াহাব রিয়াজ, আব্দুল রাজ্জাক ও আসাদ শফিক। এছাড়াও প্রধান কোচ ও অধিনায়কেও রাখা হয়েছে এই নির্বাচক প্যানেলে।
এর বাইরে হারিস রউফকে ফেরানো হয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। একই সঙ্গে পিসিবি প্রধান কথা বলেছেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের সঙ্গে। সদ্য শেষ হওয়া পিএসএলে পারফর্ম করায় তাদের জাতীয় দলে ফেরার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আর সেই অনুরোধেই অবসর ভেঙেছেন দু,জনে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তারা।
এর বাইরে টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছে পিসিবি প্রধান। শাহিন আফ্রিদির জায়গায় নতুন কাউকে নেতৃত্ব দেওয়া হতে পারে। আর সেই জায়গায় বসতে পারেন ইমাদ ওয়াসিম। এমন সব ঘটনার পর একদিন না যেতেই এবার ক্রিকেটারদের সেনা ক্যাম্পে পাঠাচ্ছে পিসিবি।
যা নিয়ে পিসিবি জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্প চলবে ৮ এপ্রিল পর্যন্ত। যেখানে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর কাজ করা হবে। এছাড়াও ক্যাম্পে থাকাকালীন অভিজ্ঞ ট্রেনার এবং কোচরা খেলোয়াড়দের ফিটনেস লেভেল, নেতৃত্বের কৌশলগত চিন্তাভাবনা এবং মাঠে সামগ্রিক পারফরম্যান্স বাড়ানোর প্রশিক্ষণ ব্যবস্থা তদারকি করবেন। এরপর ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস দেখেই দল গঠন করা হবে।
ফিটনেস ক্যাম্পের ক্রিকেটাররা
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলী আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান নিয়াজি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।