বাবরকে পেছনে ফেললেন কোহলি

বাবরকে পেছনে ফেললেন কোহলি

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বিরাট কোহলি মাঠে নামা মানেই যেন জন্ম হয়ে যায় কোন এক রেকর্ডের! গত সোমবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার কীর্তি গড়লেন তিনি। এরপর ব্যাট হাতেও আরেক অর্জন যোগ হলো কোহলির নামের পাশে। পাঞ্জাব কিংসের বিপক্ষে অর্ধশতরান তুলে 'ফিফটির সেঞ্চুরি' করলেন তিনি।

আইপিএলের এই ম্যাচে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলন কোহলি। ১১ চার এবং ২ ছক্কা দিয়ে সাজানো এই ইনিংসের খেলে নতুন কীর্তি গড়লেন কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেললেন। পেছনে ফেললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে।

এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ অর্ধশতরানের রেকর্ড ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের ১১০টি অর্ধশতক। এরপরই অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (১০৯টি)। তৃতীয় স্থানে কোহলি।

বাবরের টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৯টি অর্ধশতরান রয়েছে। কোহলি সোমবার তাকে নামিয়ে দিলেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৮টি অর্ধশতরান তার।

আর অর্ধশতকের এই অর্জনে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে কোহলি। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। ভারত অধিনায়ক টি-টোয়েন্টিতে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন।

সম্পর্কিত খবর