লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর ফিরলেন সাকিব

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির পর ফিরলেন সাকিব

সিলেটে দুই ম্যাট টেস্টে সিরিজের প্রথমটি শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। ৫১১ রানের জবাবে ম্যাচ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এমন হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য সিরিজ হার এড়ানোর। আর সেই ম্যাচ সামনে রেখেই বাংলাদেশ দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সাকিব অবশ্য দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। সেই টেস্টের এক বছর পর ফের সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় সাকিব। অবশ্য সাকিব ফিরলেও প্রথম টেস্টে সমালোচনার শিকার হওয়া লিটন দাস শেষ পর্যন্ত টিকে গেছেন।

লিটন টিকে গেলেও প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মুশফিকুর রহিমের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হলেও কোনো টেস্ট না খেলিয়েই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার বাদ পড়ার কারণ হিসেবে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বিসিবি।

এছাড়াও বাদ পড়েছেন মুশফিক হাসান। তার বাদ পড়ার কারণ হিসেবে বলা হয়েছে বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তার জায়গায় বদলি হিসেবে আরেক পেসার হাসান মাহমুদকে দলে ডেকেছে বিসিবি। এই পেসার অবশ্য এখনও জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯টি উইকেট রয়েছে তার।

সিলেট টেস্টের পর বাংলাদেশ দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। আগামী ৩০ মার্চ বন্দর নগরীতে দ্বিতীয় ও শেষ টেস্টে ফের মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেই ম্যাচ দিয়ে বাংলাদেশ সফরের ইতি টানবে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি সিরিজে হার এড়ানোর। তাছাড়া ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব দিতেই হচ্ছে এই ম্যাচকে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

 

সম্পর্কিত খবর