এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। দু,দলের ক্রিকেটারদের মাঠের লড়াই কিংবা একে অন্যের দিকে তেড়ে যাওয়া এই লড়াইকে দিয়েছে বাড়তি আকর্ষণ। সম্প্রতি এই দুই দলের ম্যাচও জমে উঠে বেশ। যা সবশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দিকে তাকালেও বুঝা যায়। যেখানে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে তাদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
সেই লড়াইটা এখন চলমান টেস্ট সিরিজেও। এখানে অবশ্য প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। তবে চট্টগ্রামে সিরিজে ভাগ বসানোর সুযোগ আছে বাংলাদেশের সামনেও। এত গেল ছেলেদের লড়াই। এই দুই দল এবার মুখোমুখি হবে নারী ক্রিকেটেও। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসন্ন নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যেখানে বাংলাদেশের গ্রুপেই পড়েছে শ্রীলঙ্কান মেয়েরা।
মঙ্গলবার এক বিবৃতিতে এসিসি নিশ্চিত করেছে, আগামী ১৯ জুলাই থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের আসর। যেখানে আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই গ্রুপও চূড়ান্ত করে ফেলেছে এসিসি। যেখানে ‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপের বাকি দুই দল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। এছাড়াও গ্রুপের বাকি দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে আগামী ২০ জুলাই। পরের ম্যাচ ২২ জুলাই, যেখানে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ জুলাই। যেখানে প্রতিপক্ষ মালয়েশিয়া।
প্রতিটি গ্রুপ থেকেই দুটি দল উঠবে সেমিফাইনালে। এরপর এক গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্সআপ দলের। সেই ম্যাচে জয়ী দুই দল আগামী ২৮ জুলাই ফাইনালে মুখোমুখি হবে।