‘ওয়ানডে থেকে বাদ দিয়েছি, এরচেয়ে বড় সিগন্যাল কিছু হতে পারে না’

  • নিউজরুম এডিটর
  • ০৭:৩৮ পিএম | ২৬ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে সাজঘরে ফিরি দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে সেই বাদ পড়া দীর্ঘস্থায়ী হয়নি খুব বেশি। সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ করে দেওয়া হয় তাকে। অবশ্য সেখানেও ব্যর্থ হয়েছেন লিটন। প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ফের শূন্য রানে।

তবে এর চেয়ে বেশি বিতর্ক হচ্ছে লিটনের আউট হওয়ার ধরণ নিয়ে। ৩৭ রানে ৪ উইকেট খোয়ানো অবস্থায় মাঠে নেমেই ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে যান লিটন। আর সাজঘরে ফেরেন কোনো রান না করেই। লিটনের এমন আউট নিয়ে চলতে তীব্র সমালোচনা। যা নিয়েই মঙ্গলবার মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। লিটনকে ওয়ানডে থেকে বাদ দিয়ে বিসিবি কঠিন সতর্কবার্তা দিয়েছে বলেও জানান তিনি।

লিটনের আউট হওয়ার ধরণ নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে দেখছি। মনে হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। চিন্তা করে দেখেন ওর মতো একজন ওপেনার এত বছর ধরে যাকে আমরা খেলিয়েছে যার ওপর আমরা ডিপেন্ড করেছি। সে পারফর্ম করেছে এমন তো না সে খেলা পারে না। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে তাই তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি এর থেকে বড় সিগন্যাল কিছু তো হতে পারে না।’

ওয়ানডে থেকে বাদ পড়ার পর ডিপিএলে মাঠে নামেন লিটন। যদিও সেখানেও ব্যর্থ ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই অবস্থায় লিটনকে কিছুটা বিশ্রাম দেওয়া যেত কিনা এমন প্রশ্নও ছিল পাপনের কাছে। উত্তরে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন। তখন আপনারা বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই কেন তাকে বাদ দিলো। আমার ধারণা এই সময়ে তাকে একটা ব্রেক দিলে ভালোভাবে ফিরে আসতে পারত। আরেকটু কিছুদিন যদি ব্রেক দেওয়া যেত।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। দুই ইনিংসের মধ্যে এক মুমিনুল হক ছাড়া কেউই ব্যাট হাতে রান পাননি খুব একটা। দায় সারা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে ব্যাটাররা। ম্যাচ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এমন হারে তাই চটেছেন পাপনও।

বলেন, ‘সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।’

খেলার দুনিয়া | ফলো করুন :