চেন্নাইয়ের জয়, মুস্তাফিজ উইকেট শিকারের শীর্ষে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:১৯ এএম | ২৭ মার্চ, ২০২৪

টসে জয় ছাড়া এই ম্যাচে কোনোকিছুই গুজরাটের মন মতো হয়নি। বোলিংয়ে বেসুমার খরচ করলো। চেন্নাই সেই সুযোগে রান তুললো ২০৬। জবাবি ব্যাটিংয়ে শুরু থেকেই মুর্ছে পড়ার ধরণ। সেই গোত্তায় তাদের ইনিংস থামলো ১৪৩ রানে। ম্যাচ হারল গুজরাট ৬৩ রানের বিশাল ব্যবধানে। আর টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে এখন চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত। ৪ ওভারে ৩০ রান খরচে মুস্তাফিজুরের শিকার ২ উইকেট। দুই ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে ফিজ এখন আইপিএলের শীর্ষ উইকেট শিকারি। মর্যাদার পার্পেল ক্যাপ থাকছে তারা মাথায়।

টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই আগের ম্যাচের মতোই প্রথম বল থেকেই মেরে কেটে ব্যাট চালায়। দুই ওপেনার রাচিন রাবিন্দ্র ও রতুরাজ গায়োকোয়াড় গুজরাটের শুরুর বোলারদের বেদড়ক পেটান। ওপেনিং জুটিতে চেন্নাই তুলে নেয় ৫.২ ওভারে ৬২ রান। রাচিন চলতি আইপিএল দারুণভাবে উপভোগ করছেন। ৩ ছক্কা ৬ বাউন্ডারিতে মাত্র ২০ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস আসে তার ব্যাটে। অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ও এই ম্যাচে রান পেলেন। ৩৬ বলে করলেন ৪৬ রান। তবে দলের সেরা ইনিংস খেললেন মিডলঅর্ডার ব্যাটার শিবাম দুবে। ৫ ছক্কা ২ বাউন্ডারিতে মাত্র ২৩ বলে ৫১ রানের ঝলমলো ইনিংসে হাসল তার ব্যাট।

নিজ মাঠে চেনা কন্ডিশনে চেন্নাই ২০৬ রান তুলে ম্যাচ জয়ের অর্ধেক কাজ সেরে নিলো ব্যাটিং পর্বেই। গুজরাটের সব বোলারই ছিলেন রান খরুচে। লেগস্পিনার রশিদ খানের ৪ ওভারে ২ উইকেট পেলেও খরচা গুনলেন ৪৯ রান!

জবাবি ব্যাটিংয়ে কোনো সময় ম্যাচ জয়ের কাছাকাছিও ছিল না গুজরাট। বলার মতো কোনো জুটিই গড়ে ওঠেনি। মিডলঅর্ডারে ডেভিড মিলার ও সাঁই সুধাসরন ফিরে আসার পর গুজরাটের ম্যাচ হারাটা সময়ের ব্যাপার হয়ে দাড়ায় মাত্র। দুর্দান্ত কয়েকটি ক্যাচ নিয়ে চেন্নাই সুপার কিংস জানিয়ে দিল নিজ মাঠে জিততেই নেমেছিল তারা।

চেন্নাইয়ের চার পেসারই এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। দিপক চাহার, মুস্তাফিজুর ও তুষার দেশপান্ডে প্রত্যেকেই তিনটি করে উইকেট পান। মুস্তাফিজুরের ৪ ওভারে ডট বল ছিল ১০টি। ৩০ রানে ২ উইকেট নিয়ে এই ম্যাচেও সেরা পারফরমেন্স দেখান বাংলাদেশি এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর: চেন্নাই সুপার কিংস: ২০৬/৬ (২০ ওভার, গায়কোয়াড় ৪৬, রাচিন ৪৬, শিবাম দুবে ৫১, রশিদ খান ২/৪৯)। গুজরাট টাইটানস: ১৪৩/৮ (২০ ওভারে, সুধাসরন ৩৭, মিলার ২১, দিপক ২/২৮, মুস্তাফিজুর ২/৩০, দেশপান্ডে ২/২১, পাথিরানা ১/২৯, মিচেল ১/১৮)। ফল: চেন্নাই সুপার কিংস ৬৩ রানে জয়ী। ম্যাচসেরা: শিবাম দুবে।

খেলার দুনিয়া | ফলো করুন :