মেসিবিহীন আর্জেন্টিনার দাপুটে জয়
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা। যেখানে প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর আজ আরও একবার জয়ের দেখা পেল লিওনেল স্কালোনির দল। কোস্টারিকার বিপক্ষে শুরুতে পিছিয়ে যেয়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের গল্প লিখে দেখাল আলবিসেলেস্তেরা, তুলে নিল ৩-১ গোলের দুর্দান্ত এক জয়।
দুটি প্রীতি ম্যাচের কোনোটিতেই ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা এবং কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। তবুও মেসির অভাব যেন বুঝতে দেননি দি মারিয়া সহ দলের বাকি খেলোয়াড়রা।
ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণ চালাতে থাকে কোস্টারিকা। বেশ কিছু সুযোগ তৈরি করলেই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারছিল না তারা, তবে ৩৪তম মিনিটে সফল হন মানফ্রেদ উগালডে। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কোস্টারিকা।
বিরতির পর নিজেদের আত্মবিশ্বাস এবং ফর্ম যেন ফিরে পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে দলকে সমতায় আনেন আনহেল দি মারিয়া। ঠিক তার মিনিট চারেক পরেই দলকে এগিয়ে নেন আলেক্সিস ম্যাক আলিস্টার।
এগিয়ে থেকেই আক্রমণের ধার মজবুত রাখে স্কালোনির দল, অপরদিকে ছন্দ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কোস্টারিকা। ৭৭তম মিনিটে সুযোগ লুফে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। দি পলের বাড়ানো বল প্রতিপক্ষের জালে প্রবেশ করিয়ে ৩-১ গোলের জয় তুলে এনে দেন দলকে।