আরও একবার ব্যাটিং ভরাডুবিতে জ্যোতিরা

আরও একবার ব্যাটিং ভরাডুবিতে জ্যোতিরা

সিরিজ হাতছাড়া হয়েছে আরও আগেই। আজ হোয়াটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে টসেও হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন রানের খাতা খোলার আগেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সুমাইয়া আক্তার। একের পর এক ব্যাটারদের যাওয়া আসার মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান অধিনায়ক জ্যোতিরই, ৩৯ বলে ১৬ রান এসেছে তার ব্যাট থেকে।

২৭তম ওভারেই সবকটি উইকেট হারিয়ে ইনিংসের সমাপ্তি টানে বাংলাদেশ দল। ফলে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৯০ রান।  

সম্পর্কিত খবর