হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও হারের মুখ দেখল বাংলাদেশ। ৮ উইকেটের বিশাল জয় তুলে নিগার সুলতানা জ্যোতিদের লজ্জায় ডুবাল অজিরা।
লক্ষ্যটা ছিল মাত্র ৯০ রানের, অস্ট্রেলিয়ার মেয়েদের জন্য যা ছিল পানির মতো সহজ। সিরিজের প্রথম ম্যাচে ৯৫, দ্বিতীয় ম্যাচে ৯৭ ও আজকে ৮৯, টানা তিন ম্যাচে দলীয় রান একশোর নিচে থাকতেই অলআউট হলো বাংলাদেশ দল। তিনটি ম্যাচেই বড় ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে সফরকারীরা।
সিরিজ হাতছাড়া হওয়ার পর আজ মূলত হোয়াইটওয়াশ এড়ানোর উদ্দেশ্যেই মাঠে নেমেছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত তা আর করে দেখাতে পারল না জ্যোতিরা। ব্যাটিং ধ্বসে একের পর এক ব্যাটার ফেরত গেছেন সাজঘরে। ২৭তম ওভারেই সবকটি উইকেট হারিয়ে দলীয় মাত্র ৮৯ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে চাপমুক্ত ক্রিকেট খেলতে থাকে অস্ট্রেলিয়া। ৯ম ওভারে দলীয় ৪৩ রানে ভাঙ্গে অজিদের উদ্বোধনী জুটি। ৫৪ রান থাকাকালীন সাজঘরে ফেরত যান অজি অধিনায়ক অ্যালিসা হেলি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এতেই ঘরের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা হজম করতে হচ্ছে জ্যোতিদের।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৮৯ (২৬.২ ওভার); জ্যোতি ১৬, মারুফা ১৫*; কিম ৩-১১, গার্ডনার ৩-২৫।
অস্ট্রেলিয়াঃ ৯৩/২ (১৮.৩); হেলি ৩৩, পেরি ২৭*; সুলতানা ১-৩৫, রাবেয়া ১-২১।
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচঃ কিম গার্থ।
সিরিজঃ অস্ট্রেলিয়া ৩-০ তে জয়ী।
সিরিজসেরাঃ অ্যাশলে গার্ডনার।