ডিপিএলে ফিফটির দেখা পেলেন তামিম-সাকিব

ডিপিএলে ফিফটির দেখা পেলেন তামিম-সাকিব

ডিপিএলের শুরুটা নিষ্প্রভ হলেও এরপর থেকে ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন তামিম ইকবাল। প্রাইম ব্যাংকের হয়ে এ নিয়ে সবশেষ তিন ম্যাচেই ফিফটির দেখা পেলেন তামিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটিতে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ওপেনিং জুটিতেই ১২২ রান তোলেন তামিম। সেখানে ৬৫ রান করে ফেরেন দেশসেরা এই ওপেনার। এদিকে একই দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসানও। 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেষ পর্যন্ত ৫০ ওভারে সবকটি হারিয়ে ২৭৯ রান তোলে তামিম ইকবাল দল। এদিন শুরু থেকেই ছন্দে থেকে এগোন দুই বাঁহাতি ওপেনার তামিম ও ইমন। ৮৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে তামিম ফিরলেও এদিনও সেঞ্চুরি তুলেছেন ইমন। ১১১ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১১০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন এই তরুণ ওপেনার। প্রাইম ব্যাংকের হয়ে এ নিয়ে চলতি আসরেই তিনটি সেঞ্চুরি হাঁকালেন তিনি। 

এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৩৩ রানের লড়াকু পুঁজি পেয়েছে শেখ জামাল। যেখানে তিনে নেমে ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন সাকিব। এছাড়া জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ৫৫ রান। 

ডিপিএলের চলতি আসর পঞ্চম রাউন্ডের ম্যাচ পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতেই জিতে তালিকার দুইয়ে আছে সাকিবের শেখ জামাল। এদিকে সমান জয়ে নেট রান রেটের মারপ্যাঁচে তিনে তামিমের দল। এবং পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে সবার ওপরে আবাহনী লিমিটেড।

সম্পর্কিত খবর