ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া গেলেন হাথুরু
প্রথম টেস্টে দল হেরেছে বিশাল ব্যবধানে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে বাংলাদেশকে।
বাঁচা মরার এই লড়াইয়ের ঠিক আগে দুঃসংবাদ শুনল দল। টেস্ট শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণে বাংলাদেশ দল ছেড়ে গেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ মার্চ বাংলাদেশ দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
চট্টগ্রামে অনুষ্ঠেয় এই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না হাথুরু। তখন তিনি থাকবেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তিগত কারণে তিনি আজ দল ছেড়ে গেছেন।
হাথুরুসিংহের অনুপস্থিতিতে অবশ্য বাংলাদেশ কোচ ছাড়া খেলতে হবে, বিষয়টা এমন নয় মোটেও। শ্রীলঙ্কান এই কোচের অবর্তমানে সহকারী কোচ নিক পথাস প্রধান কোচের সব ধরনের দায়িত্ব পালন করবেন।