জাকেরের ফিফটি-তাওহীদের সেঞ্চুরি, ছক্কা মেরে সুপার লিগে আবাহনী
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর জয়রথ থামছেই না। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা এবারও সবার আগে চলে গেছে সুপার লিগে। ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে আবাহনী। যার সবশেষ জয়টা এসেছে আজ।
জাকের আলী অনিকের ফিফটির পর তাওহীদ হৃদয় করেছেন সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করে ৩২০ রান করে আবাহনী। জবাবে রূপগঞ্জ টাইগার্সকে ১৮০ রানের বেশি করতে দেয়নি তারা। ১৪০ রানের বিশাল জয় নিয়ে তারা প্রতিযোগিতার সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। জাকের আলী অনিক করেন ৯৫ বলে ৭৮। তাওহীদ হৃদয় খেলেন ৮৪ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়াও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ২৬ বলে ৪৩ রান করেন। এনামুল হক বিজয় ২৪, নাঈম শেখ তোলেন ৩১ রান। দলের রান উৎসবের দিনে অবশ্য হতাশই হতে হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে, তিনি করেছেন মোটে ৭।
জবাবে আবাহনীর বোলার নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের তোপে পড়ে রূপগঞ্জ শুরু থেকেই একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান। শামসুর রহমান শুভ করেন ৩৯, ফরহাদ হোসেন খেলেন ২৯ রানের ইনিংস। রূপগঞ্জের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শেষ হয় ইনিংসের ৪৪তম ওভারে। ১৮০ রান তুলে গুটিয়ে যায় দলটা।