সাকিবের দিনে শেখ জামালের সহজ জয়
ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের। তবে সময় যত যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নিজেকে ঠিক ততটাই মেলে ধরছেন তিনি। আজ তিনি তুলে নিয়েছেন এবারের ডিপিএলের প্রথম ফিফটি, বল হাতেও তুলে নিয়েছেন দুই উইকেট।
তার ব্যাটে বলে পারফর্ম করার দিনে শেখ জামালও তুলে নিয়েছে সহজ জয়। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে ৩৯ রানে। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৩ রান করে শেখ জামাল। বৃষ্টির বাগড়ায় পরে ওভার কমে আসে ৫টি। তবে গাজী গ্রুপের লক্ষ্য কমে মোটে ২ রান। সে রানটা শেষমেশ তুলতে পারেনি দলটা। অলআউট হয় ১৯২ রান তুলতেই।
শুরুতে ব্যাট করতে নামা শেখ জামালের ব্যাটাররা ভালো শুরু পেয়েছিলেন প্রায় সবাই। সাইফ হাসান, সৈকত আলী, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ, তাইবুর রহমানদের সবাই ভালো শুরু পেয়ে আটকে গেছেন ৩০ এর আগেই। তিনে নামা সাকিব করেন ৬৫ বলে ৫৩ রান। আর শেষ দিকে জিয়াউর রহমান করেন ৪৪ বলে ৫৫ রান। যার ফলে ৫০ ওভার শেষে ২৩৩ রান তোলে শেখ জামাল।
জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে। সাকিব শুরু থেকেই চেপে ধরেন তাদের। ৯ ওভারে ১৪ রান খরচে তিনি তুলে নেন দুই উইকেট। শুরুর ব্যাটারদের ভেতর স্রেফ মেহেদি মারুফ করেন ৩৫ রান। বাকিদের কেউ ৩০ই ছুঁতে পারেননি।
৮৩ রানে ৭ উইকেট খুইয়ে দলটা যখন বিশাল হারের মুখে, তখন দলটাকে জয়ের আশা দেখান মইন খান। তার ৫২ বলে ৪৩, সঙ্গে শেখ পারভেজ জীবনের ৩২ ও আবদুল গাফফার সাকলাইনের ২২ রানের ইনিংসে ভর করে এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও দেখছিল গাজী ক্রিকেটার্স। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ১৯২ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা। শেখ জামাল তুলে নেয় তাদের পঞ্চম জয়।