রুদ্ধশ্বাস ম্যাচে তামিমের প্রাইম ব্যাংককে হারাল মোহামেডান

রুদ্ধশ্বাস ম্যাচে তামিমের প্রাইম ব্যাংককে হারাল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে এসে বিকেএসপির চার নম্বর মাঠ রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিল। ম্যাচটা নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল। মোহামেডান আর প্রাইম ব্যাংক দুই দলই যে ছিল বড় বাজেটের দল! দুই দল লড়লও সমশক্তির দলের মতোই। পেন্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য। শেষ ওভারে গিয়ে সে ভাগ্য সঙ্গ দিল মোহামেডানকে। প্রাইম ব্যাংককে ১ উইকেটে হারিয়ে শেষ হাসিটা হাসল সাদা-কালোরাই।

প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে নামা প্রাইম ব্যাংক আজ শুরুতে ব্যাট করে ১০ উইকেটে ২৭৯ রান তোলে। জবাবে মোহামেডান এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকেই পড়েছিল অনেকটা। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৪৭ ওভারে ২৭২ রানে নেমে আসা লক্ষ্যটাকে বহু দূরের বলেই মনে হচ্ছিল তখন। তবে শেষ দিকে আবু হায়দার রনির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে শেষমেশ ১ উইকেটের জয়টা তুলে নেয় মোহামেডান।

টস হেরে ব্যাট করতে নেমে আজ প্রাইম ব্যাংকের শুরুটা করে বেশ ভালো। তামিম ইকবাল আর পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটিতেই আসে ১২২ রান। তামিম ৬৫ রানে ফিরলেও ইমন ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১১১ বলে ১১০ রান করেন তিনি। তিনে আজ সুযোগ পাওয়া সাব্বির রহমানও ৩৯ রান করেন। যার ফলে বড় রানেই চোখ ছিল প্রাইম ব্যাংকের। তবে শেষ দিকে এসে তাদের ইনিংস মুখ থুবড়ে পড়ে। তাই দলটা অলআউট হওয়ার আগে রান তুলতে পারে মোটে ২৭৯। 

বৃষ্টিতে মোহামেডানের লক্ষ্যটা নেমে আসে ২৭২ রানে। জবাবে তাদের শুরুটা হয় যাচ্ছেতাই। ১৫ রানে চলে যায় ৩ উইকেট। সেখান থেকে আরিফুল ইসলামের সঙ্গে মিলে মাহিদুল ইসলাম অঙ্কনের ২৩.৫ ওভারে ১২১ রানের জুটিতে পরিস্থিতিটা সামাল দেয় মোহামেডান। এরপর খুব দ্রুতই এই দুজন, সঙ্গে আরিফুল হকও বিদায় নিলে আবারও বিপদে পড়ে দলটা। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মিলে আবু হায়দার রনির ৮.৫ ওভারে ৮৫ রানের জুটি ম্যাচে ফেরায় দলটাকে। ৩৩ বলে ৪২ রান করা মাহমুদউল্লাহ বিদায় নেন এরপর। পরের ওভারে নাসুম আহমেদও বিদায় নেন। দলকে ১২ রানের দূরত্বে রেখে রনির ইনিংসও শেষ হয়। তবে শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বির ব্যাটে চড়ে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় মোহামেডান।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে তালিকার তিনে উঠে এসেছে মোহামেডান। তাদের সামনের দুই দল হচ্ছে শেখ জামাল ও আবাহনী। আর প্রাইম ব্যাংক এ নিয়ে এবারের আসরে দ্বিতীয় ম্যাচে হারল। তাদের অবস্থান পয়েন্ট তালিকার চারে।

সম্পর্কিত খবর