নিভৃতচারী ইমনের সেঞ্চুরি নং ৩

নিভৃতচারী ইমনের সেঞ্চুরি নং ৩

ডিপিএলে শেষ পাঁচ ইনিংসে পারভেজ হোসেন ইমনের তৃতীয় সেঞ্চুরি৷ ১৫১, ১০০, ৫০, ১৩ এরপর ১১০। অর্থাৎ সবশেষ পাঁচ ইনিংসের চারটাতেই সফল এই ওপেনার। শেষ ৫ ইনিংসে ৪২৪ রান। সব মিলিয়ে ছয় ইনিংসে ৪৩১ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। যেখানে অন্য কোনো ব্যাটারের নেই পৌঁনে চারশ রানও নেই।  

আগের দিনই বলেছিলেন নিজের ওপর প্রত্যাশা রাখেন না। শুধুমাত্র প্রক্রিয়াটাই মেনে যেতে চান। আশা রেখে পরে স্বপ্নভঙ্গের বেদনায় আর পুড়তে চান না তিনি। 

বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক হারলেও মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে বেশ সাবলীল ছিলেন এই ওপেনার। তামিমের সাথে ওপেনিংয়ে গড়েন ১২২ রানের জুটি৷ ৬৬ বলে পান অর্ধশতকের দেখা। 

হাফ সেঞ্চুরির পরই গতি বাড়ান। পরের ফিফটি আসে ৩৪ বলে। অর্থাৎ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন একশো বলে। আউট হওয়ার আগে নামের পাশে রান ১১০  বল লেগেছে ১১১ টা৷ আর ক্রিজে ছিলেন ১৮২ মিনিট, ৪২ ওভার তিন বল পর্যন্ত। দলীয় ২৩৩ রানে ইমন যখন আউট হন, তখন নামের পাশে সমান ছয় বাউন্ডারি আর ছয় ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ৯৯। 

নিজের প্রতি বাড়তি উচ্চাকাঙ্ক্ষা না রেখেও সুযোগ পেলে সেটা কাজে লাগিয়ে কী করা যায়, সেটাই দেখালেন ইমন। এমন সুযোগ বাংলাদেশ জাতীয় দলেও কি আসবে এ পারফর্ম্যান্সের পর? সে প্রশ্ন তোলা রইল সময়ের কাছেই।

সম্পর্কিত খবর