চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন রাজিথা
এবারের বাংলাদেশ সফরে চোটের কবলে একের পর এক ক্রিকেটার হারিয়েই যাচ্ছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে মাথিসা পাথিরানা ছিটকে গিয়েছিলেন। এরপর হারিয়েছে দিলশান মাদুশঙ্কাকেও। এবার চোটের কাছে প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক কাসুন রাজিথাকেও হারিয়েছে লঙ্কানরা।
প্রথম টেস্টে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। দ্বিতীয় ইনিংসে ৫৬ রান খরচায় পাঁচ উইকেট ঝুলিতে পুরেছিলেন এই পেসার।
কিন্তু চট্টগ্রাম টেস্ট মাঠে নামার আগেই দল থেকে ছিটকে গেলেন রাজিথা। পিঠের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না তার। শ্রীলঙ্কা ক্রিকেটের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন।
পুনর্বাসন প্রক্রিয়ার জন্য শিগগিরই শ্রীলঙ্কায় ফিরে যাবেন রাজিথা। দলে তার বদলি হিসেবে যোগ দিয়েছেন আসিথা ফার্নান্দো।
আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে সিলেটে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।